হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

ক্রীড়া ডেস্ক    

আকিবের (ডানে) বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন গিলেস্পি। ছবি: এক্স

পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা নতুন কিছু নয়। এখনো অন্তর্বর্তী কোচ হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আকিব জাভেদ। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। শুধু তা-ই নয়, আকিব তাঁর কাছে ভাঁড়ের মতন।

গত বছরের এপ্রিলে পাকিস্তানে লাল বলের কোচ হন গিলেস্পি। একইসঙ্গে সাদা বলের দায়িত্ব দেওয়া হয় গ্যারি কারস্টেনকে। কিন্তু বছর শেষ হওয়ার আগেই পদত্যাগ করে চমকে দেন তাঁরা। তখন ব্যক্তিগত কারণ উল্লেক করলেও পদত্যাগের পেছনে আকিবের হাত ছিল বলে মনে করেন গিলেস্পি।

ঘরের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি উপহার দেয় পাকিস্তান। চ্যাম্পিয়ন তকমা নিয়ে মাঠে নামলেও ৩ ম্যাচে দুই হারে আসর থেকে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। এমন ব্যর্থতার পর আকিবের বরখাস্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে নিউজিল্যান্ড সফরের জন্যও তাঁকে বহাল রেখেছে পিসিবি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় আকিব বলেন, ‘গত আড়াই বছরে আমরা ১৬ কোচ ও ২৬ নির্বাচক বদলেছি। বিশ্বের যেকোনো দলের সঙ্গে এমনটা করলে, তাদের পারফরম্যান্সও একই হবে।’

আকিবের মুখে এমন কথা শুনে বেশ অবাকই হয়েছেন গিলেস্পি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বলেন, ‘এটা হাস্যকর। তিন ফরম্যাটের কোচ হতে আকিব পর্দার পেছনে থেকে গ্যারি ও আমার ক্ষতি করে যাচ্ছিল। সে একটা ভাঁড়।’

পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে দুই বছরের চুক্তি করেছিলেন গিলেস্পি। কিন্তু বোর্ডের নানান কাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এক পর্যায়ে তাঁকে সরিয়ে দেওয়া হয় নির্বাচক প্যানেল থেকে। কারস্টেন চলে যাওয়ার পর অস্ট্রেলিয়া সফরে সাদা বলের দায়িত্বও সামলান তিনি। ওই সিরিজের পরই পদত্যাগ করেন ৪৯ বছর বয়সী এই কোচ। তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় আকিবকে।

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব