হোম > খেলা > ক্রিকেট

শচীনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি

বিরাট কোহলির কাছে সেঞ্চুরি একটা সময় হয়ে গিয়েছিল ‘সোনার হরিণ’। সেই কোহলি এবার তিন ম্যাচের ব্যবধানে পেলেন দুটো সেঞ্চুরি। তিরুবনন্তপুরমে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তাতে শচীন টেন্ডুলকারের আরও কাছে পৌঁছলেন কোহলি।

টস জিতে আজ ব্যাটিং নিয়েছে ভারত। ৯১ রানে ১ উইকেট পড়ার পর উইকেটে আসেন কোহলি। নিজের মোকাবিলা করা দ্বিতীয় বলে চামিকা করুণারত্নেকে কাভার ড্রাইভে চার মারেন ভারতীয় এই ব্যাটার। সময় যত গড়িয়েছে, হাত খুলে খেলেছেন কোহলি। একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন শ্রীলঙ্কার বোলারদের ওপর। ৮৫ বলে ১০ চার ও ১ ছক্কায় ছুঁলেন তিন অঙ্ক। ওয়ানডেতে ৪৬তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪তম সেঞ্চুরির দেখা পেলেন ভারতীয় এই ব্যাটার। এর আগে গুয়াহাটিতে ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।   

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির তালিকায় কোহলির ওপরে আছেন শুধু শচীন। সেঞ্চুরির সেঞ্চুরি করেছিলেন ভারতীয় এই কিংবদন্তি ব্যাটার। যেখানে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করেছিলেন শচীন। শচীন, কোহলির পর এই তালিকায় তৃতীয় স্থানে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক করেছিলেন ৭১টি সেঞ্চুরি।

রানখরার সিলেটে উজ্জ্বল মোস্তাফিজরা

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন