হোম > খেলা > ক্রিকেট

করোনা আক্রান্ত মুশফিকের বাবাকে আনা হচ্ছে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনায় আক্রান্ত হয়েছেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ ও রহিমা খাতুন। তবে মাহবুব হামিদের শারীরিক অবস্থা বেশ খারাপ। পরিস্থিতির অবনতি হওয়ায় আজ তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হচ্ছে। মুশফিকের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

বিসিবি দুপুরে জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিক। পারিবারিক কারণেই সফরের মাঝপথে তিনি দেশে ফিরছেন বলে জানানো হয়। অভিজ্ঞ ক্রিকেটারের পারিবারিক সূত্র জানায়, বাবা–মায়ের অসুস্থতার খবরে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। 

মুশফিকের পারিবারিক সূত্রটি আরও জানিয়েছে, সকাল থেকে পরিস্থিতি অবনতির দিকে যায় মুশফিকের বাবার। তবে দুপুর ২টার দিকে আজকের পত্রিকার পক্ষ থেকে মাহবুব হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সুস্থ আছেন। এরপর জানা যায়, তাঁর শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। দ্রুত তাঁকে আনা হচ্ছে ঢাকায়। শারীরিক অবস্থা এতটাই জটিল হয়ে গেছে, সরাসরি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। 

খবরটা শুনেই হারারেতে বিচলিত হয়ে পড়েছেন মুশফিক। টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, মুশফিক রাজি হয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা খেলতে। অস্ট্রেলিয়ার দেওয়া ১০ দিনের রুম কোয়ারেন্টিন শর্ত মানলে দেশে ফিরে অনুশীলন করতে পারতেন না তিনি। ঢাকার জৈব সুরক্ষাবলয়ে ওঠা নিয়েও ছিল জটিলতা। এ কারণেই মুশফিক দলের সঙ্গে থেকে যেতে রাজি হয়েছিলেন। 

তবে পুরো ছবিটা বদলে যায় বাবা-মায়ের অসুস্থতার খবর শুনে। বিশেষ করে বাবার শারীরিক অবস্থা শুনে চিন্তিত হয়ে পড়েছেন মুশফিক। অনেক কাঠখড় পুড়িয়ে দ্রুত তাঁর দেশে ফেরার ফ্লাইটের ব্যবস্থা করেছে বিসিবি। কালই তাঁর ঢাকায় পৌঁছার কথা। 

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও