হোম > খেলা > ক্রিকেট

ষড়যন্ত্রের ইঙ্গিত তামিমের

অবশেষে মুখ খুললেন তামিম ইকবাল। গতকাল বিশ্বকাপের দল ঘোষণার পর কোনো কিছু বলেননি তিনি। আজ বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্য রওনা হওয়ার পর তাঁকে নিয়ে আলোচনা–সমালোচনার উত্তর দিলেন বাংলাদেশি ওপেনার। 

বিশ্বকাপ দল ঘোষণার কিছুদিন আগ থেকেই তামিমের নামে কিছু বিতর্কিত বিষয় প্রকাশ্যে আসে সামাজিক মাধ্যমে। যা তিনি কখনো বলেননি বলে আজ সামাজিক মাধ্যমের ডিভিও জানিয়েছেন। এমন কিছু ছড়ানোকে ষড়যন্ত্রের ইঙ্গিত হিসেবে দেখছেন তামিম।

আমি কখনো কোনো মুহূর্তে কাউকেও বলিনি নাই যে ৫ ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথা কোনো সময়ে হয়নি। নান্নু ভাইও কথাটা পরিষ্কার করেছেন। এটা মিথ্যা কথা, ভুল কথা। জানি না এই কথাটা কীভাবে মিডিয়াকে বলেছে, কে বলেছেন। তবে এই জিনিসটা একেবারে মিথ্যা।’

গত কিছুদিন ধরে শোনা যাচ্ছিল তামিম পুরোপুরি ফিট না হওয়ায় সব ম্যাচ খেলতে পারবেন না তিনি। টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলতে পারবেন। অথচ তিনি কখনো এমন কথা বলেননি যা আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বরং তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে বিসিবির তিন নির্বাচককে বলেছিলেন, ‘যে জিনিসটা আমি নির্বাচকদের বলেছিলাম, আমার শরীরটা এ রকমই থাকবে। এখন যে ব্যথাটা আছে, এটা থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন, এটা মাথায় রেখেই দল নির্বাচন করবেন। এটারও একটা কারণ আছে। কারণ, আপনার যদি কিছুদিন আগের কথা চিন্তা করেন, আমি যখন অধিনায়ক ছিলাম, আমি যে ম্যাচ খেলার পরে অবসর নিই, ওখানে আমার একটা চোট নিয়ে উদ্বিগ্নতা ছিল।’ 

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ