গত পরশু রাতে ঢাকায় পা রাখেন চন্ডিকা হাথুরুসিংহে। খেলোয়াড়দের সঙ্গে কুশলাদি করেছেন গতকালই। বিসিবির ঘোষণা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আজ দুপুর আড়াইটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ কোচ। হাথুরু জানিয়েছেন, চলে গেলেও বাংলাদেশ ক্রিকেটকে সব সময় অনুসরণ করেছেন তিনি এবং সব সময় তাঁর মাথায় কাজ করেছে ফেরার কথাও।
নতুন করে দায়িত্ব পেয়ে হাথুরু বললেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটকে চলে যাওয়ার পর থেকেই অনুসরণ করছি। সময়ে সময়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার সব সময়ই কোমল জায়গা ছিল। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট (কাজ)। মাথায় সব সময় ফিরে আসার কথা কাজ করত।’
তবে এত দ্রুত বাংলাদেশে ফিরবেন, তা ভাবেননি হাথুরু। বাংলাদেশের দ্বিতীয় অধ্যায়ের শুরুতে বললেন, ‘যদিও ভাবিনি এত তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যখন সভাপতি ও কিছু কর্মকর্তার সঙ্গে দেখা হলো, কিছু ব্যাপারে কথা হয়েছে। এরপর আমার মনে হয়েছে এটাই সঠিক সময় ফিরে আসার। এরপর ২০২৩ বিশ্বকাপ আসছে। আমি যদি নিউ সাউথ ওয়েলসের মৌসুম শেষ করে আসতাম তাহলে সেটা অনেক দেরি হয়ে যেত। তাই মনে হয়েছে এটাই সঠিক সময়। তাই যখনই বিগ ব্যাশ শেষ হয়েছে আমি আসার সিদ্ধান্ত নিয়েছি।’