হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ায় আবারও হারল বিসিবি এইচপি 

মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। সেই জয়ের পর এখন নিজেদের হারিয়ে খুঁজছে বিসিবি এইচপি। দাপুটে জয়ের পর টানা দুই ম্যাচ হারল আকবর আলীর নেতৃত্বাধীন দল। 

১১, ১২ আগস্ট টানা দুই দিন মেলবোর্ন রেনেগেডস ও তাসমানিয়ার বিপক্ষে খেলেছে বিসিবি এইচপি। যেখানে তাসমানিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩ উইকেটে হেরে যান আকবর-তানজিদ হাসান তামিমরা। এক দিন বিরতির পর আজ বিসিবি এইচপি খেলেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ডারউইনের ম্যারারা ওভালে আকবরের দল হেরেছে ৮ উইকেটে। 

১৪৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় বলে জশ কানকে ফিরিয়েছেন রিপন মন্ডল। গোল্ডেন ডাক মেরেছেন অ্যাডিলেড ওপেনার কান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন নোয়াহ ম্যাকফেডেন। দ্বিতীয় উইকেটে ওপেনার জেক উইন্টারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ম্যাকফেডেন। এই জুটিই মূলত অ্যাডিলেডের জয়ের ভিত গড়ে দেয়। 

উইন্টার-ম্যাকফেডেনের জুটি ভাঙেন আবু হায়দার রনি। ১২তম ওভারের পঞ্চম বলে ম্যাকফেডেনের উইকেট নিয়েছেন রনি। ৩২ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন ম্যাকফেডেন।  ওপেনার উইন্টার অ্যাডিলেডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তৃতীয় উইকেটে উইন্টার-হ্যামিশ কেস গড়েন ৬৪ রানের অবিচ্ছেদ্য জুটি। ১৭.৪ ওভারে ২ উইকেটে ১৪৮ রান করে অ্যাডিলেড। ১৪ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ে সর্বোচ্চ ৮২ রান করেন উইন্টার। ৫৪ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন অ্যাডিলেড ওপেনার।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি এইচপি। ৯.১ ওভারে ৪ উইকেটে ৫২ রানে পরিণত হয় আকবরের দল। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব করেছেন ১, ৮ ও ২ রান। যেখানে একপ্রান্ত আগলে রাখা ওপেনার জিশান আলম ২১ বলে ২৬ রান করে আউট হয়েছেন দশম ওভারের প্রথম বলে। 

মিডল অর্ডারে নামা আকবর ও শামীম হোসেন পাটোয়ারীই মূলত বিসিবি এইচপিকে ১৫০ ছুঁইছুঁই স্কোর করতে সহায়তা করে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন শামীম। ৩২ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। নির্ধারিত  ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে বিসিবি এইচপি। সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন টিম ওকলি ও হ্যারি ম্যানেন্তি। দুজনেই খরচ করেছেন ৩১ রান। তবে ওকলি বোলিং করেন ৩ ওভার। ৪ ওভার পূর্ণ করেন ম্যানেন্তি।

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট