ঢাকা: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) জন্য আপাতত স্বস্তির খবর ইংল্যান্ড সফরে যেতে রাজি হয়েছেন ক্রিকেটাররা। তবে কোনো চুক্তিতে সই করে নয়, দেশের কথা চিন্তা করে সফর করতে চান করুনারত্নে-ম্যাথুসরা।
কেন্দ্রীয় চুক্তিতে সই নিয়ে বোর্ডের সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ধোঁয়াশা শুরু হয় মে'র বাংলাদেশ সফরের আগে থেকেই। দেশে ফিরেও সমস্যার সমাধান হয়নি। বেতন কাঠামোয় আরও স্বচ্ছতা এবং সমবণ্টন না আসলে সই করবেন না বলে জানিয়ে দেন ক্রিকেটাররা। এর মধ্যে ইংল্যান্ড সফরের তোড়জোড় শুরু করে এসএলসি। কেন্দ্রীয় চুক্তি ছাড়া সফরের চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানান করুনারত্নে-ম্যাথুসরা।
ক্রিকেটারদের বিদ্রোহের মুখে কাল কথা বলেন শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাকসে। দেশের কথা চিন্তা করে ক্রিকেটারদের ইংল্যান্ড সফরে যাওয়ার অনুরোধ জানান। এরপরই বোর্ডের পক্ষ থেকে সফর শেষ করে এলে খেলোয়াড় বান্ধব নতুন বেতন কাঠামোর প্রতিশ্রুতি পান ম্যাথুসরা। খেলোয়াড়দের আইনজীবী নিশান প্রেমাথিরত্নে ইএসপিএনক্রিকইনফোকেকে বলেছেন, ‘কোনো চুক্তিপত্র ছাড়া ক্রিকেটাররা সফরে যেতে রাজি হয়েছে। তবে সেখানে বেতন নিয়ে কোনো কিছু উল্লেখ ছিল না। তারা সব সময় শ্রীলঙ্কার হয়ে খেলতে প্রতিজ্ঞাবদ্ধ।’