হোম > খেলা > ক্রিকেট

টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপে বাজে অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের বাংলাদেশের। কলকাতার ইডেন গার্ডেনসে আজ বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।

দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। নাসুম আহমেদ, হাসান মাহমুদ—এ দুই বোলার বাদ পড়েছেন। একাদশে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও পেসার তাসকিন আহমেদ। তাসকিনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ।

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানিয়েছেন, তাঁদের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে এসেছেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমাদ। বাদ পড়েছেন তেজা নিদামানুরু ও স্পিন বোলিং অলরাউন্ডার রোয়েলফ ফন ডার মারউই। 

বাংলাদেশের একাদশ:  
সাকিব আল হাসান (অধিনায়ক) নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসান, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।  

নেদারল্যান্ডসের একাদশ: 
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, শারিজ আহমাদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান