হোম > খেলা > ক্রিকেট

আফগান আম্পায়ারের মৃত্যুতে আইসিসির শোক

ক্রীড়া ডেস্ক    

৪১ বছর বয়সে মারা গেছেন আফগানিস্তানের আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। ছবি: আইসিসি

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে হার মানলেন আফগানিস্তানের আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। ৪১ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইসিসি।

আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার হিসেবে ২৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেন শিনওয়ারি। তাঁর মৃত্যুতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘বিসমিল্লাহ প্রতিভাবান এক আম্পায়ার ছিলেন যাকে খেলোয়াড়, সহকর্মী ও অফিসিয়ালরা সম্মানের চোখে দেখতেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ছিলেন তিনি এবং লম্বা এক ক্যারিয়ার অপেক্ষা করছিল তাঁর জন্য। খেলায় তাঁর অবদান ছিল অনেক বড় এবং ক্রিকেটাঙ্গনে তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করা হবে। এ অপূরণীয় ক্ষতিতে আমরা শোকাহত।’

এই বছরের ফেব্রুয়ারিতে সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন শিনওয়ারি। তাঁর সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। বন্ধুর মৃত্যুতে ব্যথিত তিনি, ‘আমার সহকর্মী ও প্রিয় বন্ধু বিসমিল্লাহ জান শিনওয়ারির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ক্রিকেটের প্রতি ভালোবাসায় আমরা একত্রিত হয়ে অনেক মাঠে দায়িত্ব পালন করেছি। তার শান্তশিষ্ট মনোভাব, পেশাদারিত্ব এবং মমতাভরা হৃদয় সবসময় স্মরণীয় থাকবে।’

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর

বিশ্ব রেকর্ড গড়া ব্যাটারকে বোকা বানালেন রিশাদ