হোম > খেলা > ক্রিকেট

অপহরণের নাটক সাজিয়ে উল্টো ফেঁসে গেলেন ম্যাকগিল 

‘কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল সাপ’—প্রবাদবাক্যটি স্টুয়ার্ট ম্যাকগিলের ক্ষেত্রে যথার্থ মনে হচ্ছে। কোকেন সরবরাহের দায়ে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার। গত মঙ্গলবার ৫২ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে গ্রেপ্তারও করেছিল সিডনি পুলিশ।

যদিও এখন জামিনে মুক্ত আছেন ম্যাকগিল। ২০২১ সালের এক তদন্তের ঘটনায় তাঁর বিরুদ্ধে ড্রাগ সরবরাহের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অথচ সে সময় তিনি অপহরণ হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু দুই বছর পর জানা গেলে মাদক ব্যবসার সঙ্গেই সাবেক স্পিনার জড়িত।

ওই বছরের ১৪ এপ্রিল সিডনির উপশহর ক্রেমোর্নে ম্যাকগিল অপহৃত হয়েছিলেন বলে তিনি জানিয়েছিলেন। বন্দুকের মুখে তাঁকে ব্রিঞ্জেলি নামে আরেক উপশহরে নেওয়া হয়েছিল। সে সময় তাঁকে হুমকি ও মারধরও করা হয়েছিল। তাঁর অভিযোগে সে সময় চারজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। অপহরণের সেই নাটক সাজিয়ে এবার নিজেই গ্রেপ্তার হলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩২ লাখ টাকার কোকেন সরবরাহের সঙ্গে জড়িত তিনি।

ড্রাগ সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয় অস্বীকার করেছেন ম্যাকগিল। আগামী ২৬ অক্টোবর আদালতে তাঁর হাজিরা রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে পুরো ক্যারিয়ার শেন ওয়ার্নের ছায়ায় ঢাকা ছিলেন তিনি। প্রতিভার কারণে মনে করা হয়, অন্য কোনো সময়ে তাঁর জন্ম হলে সতীর্থ ওয়ার্নের মতোই কিংবদন্তি হতে পারতেন। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন সাবেক লেগ স্পিনার। এই সময়ের মধ্যে ৪৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন। সীমিত ওভারের ৬ উইকেটের বিপরীতে ২০৮টি নিয়েছেন দীর্ঘ সংস্করণে।

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ