হোম > খেলা > ক্রিকেট

নাহিদার কীর্তিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতেও বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। বুলাওয়েতে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নিগার সুলতানার দল। এই ম্যাচে ওয়ানডেতে ২য় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ৫ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন নাহিদা আক্তার।

টস জিতে শুরুতে ব্যাটিং করে জিম্বাবুয়ে। দলীয় ২৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। ২৭.২ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় তারা। স্বাগতিকদের সবচেয়ে বেশি ভুগিয়েছে ৫ উইকেট নেওয়া নাহিদা। আর দুটি করে শিকার রুমানা আহমেদ ও ফারিহা তৃষ্ণা। 

লক্ষ্য তাড়া করতে নেমে মুরশিদা খাতুন ও নুজহাত তাসনিয়া উদ্বোধনি জুটিতে তোলেন ৩২ রান। ১০ রান করে তাসনিয়া ফিরলে পরে নিগার সুলতানাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৩২ রান যোগ করেন মুরশিদা। দলীয় ৬৪ রানে ফিরে যান অধিনায়ক নিগার। আর জয় থেকে দুই রান দূরে থাকতে ফিরে যান সুবহানা মুসতারি (১)। তবে মুরশিদা শেষপর্যন্ত ৩৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। 

এক ম্যাচ আগেই প্লে অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত ভারতকে নিয়ে বোর্ডের ‘তদন্ত’