হোম > খেলা > ক্রিকেট

নাহিদার কীর্তিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতেও বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। বুলাওয়েতে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নিগার সুলতানার দল। এই ম্যাচে ওয়ানডেতে ২য় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ৫ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন নাহিদা আক্তার।

টস জিতে শুরুতে ব্যাটিং করে জিম্বাবুয়ে। দলীয় ২৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। ২৭.২ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় তারা। স্বাগতিকদের সবচেয়ে বেশি ভুগিয়েছে ৫ উইকেট নেওয়া নাহিদা। আর দুটি করে শিকার রুমানা আহমেদ ও ফারিহা তৃষ্ণা। 

লক্ষ্য তাড়া করতে নেমে মুরশিদা খাতুন ও নুজহাত তাসনিয়া উদ্বোধনি জুটিতে তোলেন ৩২ রান। ১০ রান করে তাসনিয়া ফিরলে পরে নিগার সুলতানাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৩২ রান যোগ করেন মুরশিদা। দলীয় ৬৪ রানে ফিরে যান অধিনায়ক নিগার। আর জয় থেকে দুই রান দূরে থাকতে ফিরে যান সুবহানা মুসতারি (১)। তবে মুরশিদা শেষপর্যন্ত ৩৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। 

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’

সেঞ্চুরিতে পন্টিংয়ের পাশে এখন রুট, কত দূরে শচীন

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: ভারতে খেলবে না বাংলাদেশ

জেতালেন মোস্তাফিজ, ম্যাচসেরা মাহমুদউল্লাহ

চুপ করে বসে থাকার উপায় নেই, মোস্তাফিজ ইস্যুতে তথ্য উপদেষ্টা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসির কাছে দ্রুত জবাব চায় বিসিবি

মোস্তাফিজের প্রতি অবিচার ও চরম অসহিষ্ণু আচরণ করেছে ভারত: বাফুফে সভাপতি