হোম > খেলা > ক্রিকেট

সাকিবের পর মেহেদীকে হাতছানি দিচ্ছে সেই ‘ফিফটি’

ক্রীড়া ডেস্ক    

সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় স্পিনার হিসেবে টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটির হাতছানি শেখ মেহেদী হাসানের সামনে। ফাইল ছবি

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। কাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের সিরিজ জিতে নিশ্চয় ৫০ ওভারে হারের ক্ষতে প্রলেপ দিতে চাইবেন লিটন দাসরা। এ জন্য দলগত পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। দলের সঙ্গে এই সিরিজে কিছু মাইলফলকও হাতছানি দিচ্ছে দুই দলের ক্রিকেটারদের সামনে।

বাংলাদেশের ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক

আর ১ উইকেট পেলে টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার ফিফটি করবেন শেখ মেহেদী হাসান (৪৯)। বাংলাদেশের ৫ম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অন্তত সাড়ে তিন শ রান ও ৫০ উইকেট নেওয়ার সুযোগ তাঁর সামনে। সাকিবের পর পঞ্চাশ উইকেট নেওয়া দ্বিতীয় স্পিনারও হবেন মেহেদী।

টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি করতে রিশাদ হোসেনের দরকার ৭ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিনের লাগে ৮ উইকেট।

৩ রান করলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৩ তম ক্রিকেটার হিসেবে ৫০০ রান হবে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের।

১৮৫

লম্বা সময় পর জাতীয় দলে নাঈম শেখ। একাদশে সুযোগ পেলে যদি এই সিরিজে ১৮৫ রান করতে পারেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮ম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলকে পৌঁছাবেন তিনি।

৩ উইকেট পেলে সাকিব আল হাসানকে (১২) ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তাসকিন আহমেদ (১০)। সর্বোচ্চ ১৭ উইকেট মোস্তাফিজুর রহমানের।

শ্রীলঙ্কার ক্রিকেটারদের সামনে যেসব মাইলফলক

৮০

এই সিরিজে ৮০ রান করতে পারলে শ্রীলঙ্কার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক ছুঁবেন কুশল মেন্ডিস। তাঁর সামনে আছেন শুধু কুশল পেরেরা (২০৫৬)। মেন্ডিসের সুযোগ শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে রানের চূড়ায় বসারও।

৪৪

৪৪ রান করতে পারলে শ্রীলঙ্কার ৪র্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০০ রান হবে অলরাউন্ডার দাসুন শানাকার।

৩ উইকেট পেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে লাসিথ মালিঙ্গাকে (১১) ছাড়িয়ে চূড়ায় বসবেন নুয়ান তুশারা (৯)

সমাধান হয়েছে বিপিএল-ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ