এবারের বিপিএলে একই ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের হয়ে খেলছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনেই আছেন দারুণ ফর্মে। তবে একটা জায়গায় বাংলাদেশের এই দুই অভিজ্ঞ ব্যাটারের ইঁদুর-বিড়াল দৌড় চলছেই। সেটি বিপিএলের সর্বোচ্চ রান নিয়ে।
একবার তামিম শীর্ষে ওঠেন তো পরের ম্যাচে তাঁকে টপকে যান মুশফিক। আজ সিলেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ বলে ২ চার ও ১ ছয়ে ৩৩ রান করে আবারও শীর্ষে উঠেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ৯৩ ম্যাচে তাঁর বর্তমান রান ৩ হাজার ৫৭। বিপিএলে প্রথম খেলোয়াড় হিসেবেও ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি ওপেনার।
তামিমের পরপরই এই মাইলফলকের চূড়ায় ওঠেন মুশফিক। আগের দুই ম্যাচে ফিফটি করে রানসংখ্যায় ছাড়িয়ে যান তামিমকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান। মুশফিক ব্যাট করছেন ১০ রানে। ১১৫ ম্যাচে তাঁর বর্তমান রান ৩ হাজার ৪১। আজই আরেকবার তামিমকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।