হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তান সিরিজেও তাহলে নেই সাকিব

আজকের পত্রিকা ডেস্ক­

সাকিব আল হাসান খেলছেন না পরের সিরিজেও। ছবি: ফাইল ছবি

ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।

আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম টেস্টের লাঞ্চ বিরতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মিরপুরে টেস্ট খেলার জন্য সাকিবকে নিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটি সম্ভব হয়নি। আমাদের পক্ষে বিষয়টি সহজ ছিল না, তবে আমরা সবকিছু স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছি। সাকিবের এখন যে মানসিক অবস্থা এবং ক্রিকেটে ফিরতে সে নিজেই একটু সময় চেয়েছে।’

বিসিবি সভাপতির কথায় আরও জানা যায়, সাকিব এখন কিছুটা বিশ্রাম নিয়ে টি–টেন লিগ খেলে নিজের ফিটনেস ও ফর্ম যাচাই করতে চান। যদিও বিসিবি এখনো অনাপত্তিপত্র দেয়নি তাঁকে ৷ তবে সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর ও চ্যাম্পিয়নস ট্রফি ভাবনায় রেখে আফগানিস্তান সিরিজে সাকিবকে পাওয়া যাচ্ছে না ৷ ফারুক আহমেদ বলেন, ‘সাকিব যদি সেখান থেকে নিজেকে প্রস্তুত মনে করেন, তবে আগামী সিরিজগুলোয় তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত আফগানিস্তান সিরিজে তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই। মনে হচ্ছে এই সফরটা সে মিস করবে।’

শারজায় আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা ৩ নভেম্বর, সিরিজ শুরু ৬ নভেম্বর ৷ দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর, শেষটি ১১ নভেম্বর।

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী