হোম > খেলা > ক্রিকেট

ম্যাচের আগে আমার জন্য দোয়া করেন মা: মারুফা

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের বিপক্ষে গতকাল ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মারুফা আক্তার। ছবি: ক্রিকইনফো

প্রতিপক্ষের চোখে চোখ রেখে কীভাবে কথা বলতে হয়, সেটা ভালোই জানেন মারুফা আক্তার। গতির সঙ্গে নিয়ন্ত্রিত লাইন-লেংথ, সুইং—ব্যাটারদের ভড়কে দিতে যা যা থাকা দরকার, সব রকম অস্ত্রই আছে মারুফার ভান্ডারে। পাকিস্তানকে গতকাল উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশি পেসারের প্রশংসায় পঞ্চমুখ লাসিথ মালিঙ্গা-মিতালি রাজের মতো তারকা ক্রিকেটাররা।

কলম্বোয় গতকাল আগে ব্যাটিংয়ে নেমে ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এই রান তাড়া করে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ ম্যাচটা ৭ উইকেটে জিতেছে ১১৩ বল হাতে রেখে। ৭ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন মারুফা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশি পেসার তাঁর মা-বাবার কথা উল্লেখ করেছেন। মারুফা বলেন, ‘মাকে ভিডিও কল করেছিলাম। ম্যাচের আগে সুরা পড়েন সব সময় এবং আমার জন্য দোয়া করেন। বাবা বাটন ফোন ব্যবহার করেন বলে ভিডিও কল দিতে পারিনি। কারণ, বাটন ফোনে যে ভিডিও কল করা যায় না।’

মারুফা তাঁর উইকেট ২টি গতকাল নিয়েছেন ইনিংসের প্রথম ওভারে। পাকিস্তানের দুই ক্রিকেটার ওমাইমা সোহেল, সিদরা আমিনকে প্রথম ওভারের শেষ ২ বলে বোল্ড করেছেন মারুফা আক্তার। যার মধ্যে ওভারের শেষ বলে নেওয়া মারুফার উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিও বার্তায় মিতালি বলেছেন, সুইং অবশ্যই দরকার। কিন্তু লাইন-লেংথ ঠিক না থাকলে আশানুরূপ ফল পাওয়া যায় না।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মারুফা জানিয়েছেন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ সতীর্থদের সমর্থন পেয়েছেন তিনি (মারুফা)। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ-সেরা এই নারী ক্রিকেটার বলেন, ‘উইকেট টু উইকেট বোলিং করতে চেয়েছি। আমার বলে যে অনেক সুইং আছে, সেটা আমি জানি। লাইন-লেংথ ধরে রাখতে চেষ্টা করেছি। জ্যোতি আপুও আমাকে এমনটাই বলেছে।’

ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো খেলছেন মারুফা। তবে বাংলাদেশি এই নারী ক্রিকেটারের এটা তৃতীয় আইসিসি ইভেন্ট। এর আগে ২০২৩, ২০২৪ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে অভিষেক ম্যাচে বাজিমাত করার পর সংবাদ সম্মেলনে মারুফা বলেছেন, ‘সবাই আমাকে অনেক সমর্থন দেয়। যদি বাউন্ডারিও হয়ে যায়, তবু আমাকে ভরসা জোগায়। এবার আমি অনেক রোমাঞ্চিত। জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগ থেকেই না ঘুমিয়ে বিশ্বকাপ নিয়ে চিন্তা করছিলাম। কীভাবে এখানে (বিশ্বকাপ) ভালো খেলতে পারি, ম্যাচ-সেরা ক্রিকেটার হতে পারি—এগুলোই ভাবছিলাম।’

মারুফা ম্যাচ-সেরার পুরস্কার পেলেও পাকিস্তানের বিপক্ষে গতকাল দুর্দান্ত বোলিং করেছেন স্বর্ণা আক্তার। ৩.৩ ওভার বোলিং করে ৫ রানে নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের এই লেগস্পিনার তিন ওভারই মেডেন দিয়েছেন। জ্যোতির দলের নেট রানরেট ‍+১.৬২৩। এক ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও ভারতের নেট রানরেট ‍+১.৭৮ ও ‍+১.২৫৫। বাংলাদেশের পরের ম্যাচ ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। গুয়াহাটিতে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ।

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার