হোম > খেলা > ক্রিকেট

গলে বৃষ্টির দাপট, হাঁসফাঁস অবস্থা লঙ্কানদের

ক্রীড়া ডেস্ক    

বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিনে খেলা হয়েছে ২৭ ওভার। ছবি: ক্রিকইনফো

গলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।

টস জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৫৪ রানে ইনিংস ঘোষণা করেছে। উসমান খাজার ডাবল সেঞ্চুরির (২৩২) পাশাপাশি স্টিভ স্মিথ, জশ ইংলিশ-অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটারও পেয়েছেন সেঞ্চুরি। দুই দিন মিলে অজিরা ব্যাটিং করেছে ১৫৪ ওভার। সফরকারীরা সাবলীল ব্যাটিং করলেও চোখে সর্ষেফুল দেখছে শ্রীলঙ্কা। এখনো লঙ্কানরা পিছিয়ে ৫১৮ রানে। স্বাগতিকদের অর্ধেক ব্যাটার ড্রেসিংরুমের পথ ধরেছেন।

প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৪ রানে আজ তৃতীয় দিনে খেলতে নামে শ্রীলঙ্কা। তাদের নামের পাশে তখন ১৫ ওভার। তবে দিনের খেলা শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে কামিন্দু মেন্ডিসের গুরুত্বপূর্ণ উইকেট হারায় লঙ্কানরা। ২১ তম ওভারের তৃতীয় বলে কামিন্দুকে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। তাতে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৬৭ রান।

সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে খেলতে থাকেন দিনেশ চান্দিমাল। পঞ্চম উইকেটে শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৪০ রানের জুটি গড়তে অবদান রাখেন চান্দিমাল। ডি সিলভা-চান্দিমাল জুটি বেঁধে খেলেছেন ৭২ বল। ৩৩ তম ওভারের তৃতীয় বলে ডি সিলভাকে (২২) ফিরিয়ে জুটি ভাঙেন ম্যাথু কুনেমান।

অধিনায়কের বিদায়ে ৫ উইকেটে ১০৭ রানে পরিণত হয় শ্রীলঙ্কার স্কোর। সাত নম্বরে এরপর নামেন কুশল মেন্ডিস। চান্দিমাল ও কুশল মেন্ডিস ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন। এক পর্যায়ে শ্রীলঙ্কা ৪২ ওভারে ৫ উইকেটে করেছে ১৩৬ রান। বৃষ্টির বাগড়ায় আগেভাগেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে বৃষ্টি লুকোচুরি খেলায় ম্যাচ চালিয়ে নেওয়া আর সম্ভব হয়নি। আগামীকাল চতুর্থ দিনে ৫ উইকেটে ১৩৬ রান থেকেই খেলা শুরু করবে লঙ্কানরা। ১১৫ বলে ৬৩ রানে অপরাজিত চান্দিমাল। কুশল মেন্ডিস ব্যাটিং করবেন ১০ রান থেকে।

‘মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ‘প্রতিবাদ’ জানাবে বিসিবি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

সমালোচকদের একহাত নিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

ধুন্ধুমার শুরুর পর সিলেটে রানখরা

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর

২ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রেমার

কারা আছেন বাংলাদেশের যুব বিশ্বকাপ দলে

৪০০ উইকেটের ক্লাবে মোস্তাফিজ

ভক্তদের সঙ্গে যেটা হচ্ছে, সেটা সাকিবের খুব খারাপ লাগে