হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কাকে পেটাচ্ছেন তামিম, বসে নেই শান্তও

ক্রীড়া ডেস্ক    

বাজে বল পেলে সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করছেন তানজিদ হাসান তামিম। ছবি: এএফপি

বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে এলোমেলো করে দিতে পারেন তানজিদ হাসান তামিম। পাওয়ারপ্লের সুবিধা কাজে লাগিয়ে একের পর এক বাউন্ডারি মারেন দারুণভাবে। কলম্বোর প্রেমাদাসায় আজ শ্রীলঙ্কার বোলারদের পেটাচ্ছেন নিজের ইচ্ছেমতো।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ সিরিজের প্রথম ওয়ানডে জিততে হলে ওভারপ্রতি ৫-এর কম রান করতে হবে বাংলাদেশকে। কিন্তু সেটার চেয়েও দ্রুত গতিতে রান তুলছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তানজিদ তামিম বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন। তাঁর দেখাদেখি হাত খুলে খেলছেন নাজমুল হোসেন শান্তও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ১ উইকেটে ৭৩ রান করেছে বাংলাদেশ।

২৪৫ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই ২ চার মারেন পারভেজ হোসেন ইমন। এই ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছে ইমনের। তবে ইনিংসটা বেশি বড় করতে পারেননি তিনি। পঞ্চম ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোকে তুলে মারতে যান ইমন। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল তালুবন্দী করেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ওয়ানডে অভিষেকে ১৬ বলে ৩ চারে ১৩ রান করেন ইমন।

ইমন ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ১ উইকেটে ২৯ রান। তিন নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। তানজিদ তামিমের মতো যখনই বাজে বল পাচ্ছেন, সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করছেন শান্ত। দ্বিতীয় উইকেটে এরই মধ্যে তাঁরা ৪৪ বলে ৪৪ রানের জুটি গড়েছেন। তানজিদ তামিম ৪১ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৪১ রান। শান্ত ১০০ স্ট্রাইকরেটে করেন ১৬ রান।

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন হেড

কোনো আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড

দ্রাবিড়কে ছাড়িয়ে সাঙ্গাকারা-শচীনদের তাড়া করছেন স্মিথ

স্টোকসের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের ‘ঝগড়া থামাতে’ গেলেন পাকিস্তানি আম্পায়ার

বিপিএলে আতশি কাচে সুজনও

‘বাংলাদেশে মাহমুদউল্লাহর মতো সেরা ফিনিশার আর কেউ নেই’