৩৮ বল পরে ফের বৃষ্টিতে বন্ধ হলো মিরপুর টেস্ট। এর আগে বৃষ্টির কারণে ৩ ঘণ্টারও বেশি সময় পরে দুপুর ১২টা ৫০ মিনিটে বল মাঠে গড়িয়েছিল। তখন বলা হয়েছিল, এই সেশনে খেলা চলবে ৩টা ১০ মিনিট পর্যন্ত। এরপর চা-বিরতিতে যাবে দুই দল। ৫৭ ওভারের খেলা হবে এই সেশনে।
উইকেটে আছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বাবর আজম ও আজহার আলী। আবহাওয়া কিছুটা পেস বোলিং সহায়ক হওয়ায় পেস দিয়েই আক্রমণ শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ওভারে খালেদ আহমেদের হাতে বল তুলে দেন অধিনায়ক মুমিনুল হক। খালেদকে ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে শুরু করেন বাবর। পরের ওভারে আজহারও শুরুটা করেন ইবাদত হোসেনকে বাউন্ডারি মেরে।
তৃতীয় উইকেটে বাবর-আজহারের জুটি জমে গিয়েছিল কালই। আজ দ্রুতই শতক পেরিয়েছে এই দুজনের জুটি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তাঁরা যোগ করেছেন ১১৮ রান। ফিফটি পেরিয়েছেন আজহার। ৬৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮। বাবর ৭১ ও আজহার ৫২ রানে উইকেটে আছেন।