দ্বিতীয় সেশনে ভালো শুরুর পর খেই হারিয়েছে বাংলাদেশ। উইকেটে থিতু হয়ে ফিরেছেন দুই অপরাজিত ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। মিরপুর টেস্টের পঞ্চম দিনে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৭ রান। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৬৬ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।
পঞ্চম উইকেটে ড্রয়ের আশা দেখাচ্ছিল লিটন-মুশফিকের জুটি। কিন্তু ৪৫ রান করা লিটন সাজিদ খানের খাটো লেংথের বলে বিলাসি এক শট খেলতে গিয়ে ক্যাচ দেন ফাওয়াদ আলমের হাতে। ভাঙে ৭৩ রানের মহামূল্যবান জুটি। লিটন ফেরার পর সাকিব আল হাসানকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন মুশফিক। কিন্তু ৫২তম ওভারে নোমান আলীর প্রথম বলে সাকিব ১ রান নিতে গেলে রানআউটে কাটা পড়েন মুশফিক। ফিফটি থেকে ২ রান দূরে থাকতে ফিরে যান অভিজ্ঞ এই ব্যাটার।
এর আগে সকালে পাকিস্তানি বোলারদের তোপে ফলোঅনে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি মুমিনুল হকের দলের। শাহিন আফ্রিদি ও হাসান আলীর পেস সামলাতেই পারেনি সাদমান ইসলাম-নাজমুল হোসেন শান্তরা। ২৫ রানেই ফিরে যান চার টপ অর্ডার ব্যাটার। পরে পঞ্চম ও ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে ড্রয়ের আভাস দিলেও লিটন-মুশফিক আউট হওয়ায় এখন সেই আশাই গুড়ে বালি।