হোম > খেলা > ক্রিকেট

আর নয়ে থাকতে চান না পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পয়েন্ট টেবিলে সবার নিচে থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্র অর্থাৎ ২০১৯-২১ চক্র শেষ করেছিল বাংলাদেশ। সাত টেস্টের ছয়টিতেই হার, একটি ড্র করেছিল তারা। ২০২১-২৩ চক্রও একই রকম গেছে বাংলাদেশের। একটি করে জয় ও ড্র, হেরেছে ১২ ম্যাচে। আগের মতোই টেবিলের সবারে নিচে–৯ নম্বরে থেকে চক্র শেষ করেছে।

এর মধ্যেই শুরু হচ্ছে ২০২৩-২৫ চক্র। এই চক্রে বাংলাদেশ কেমন করবে এবং ভালো করতে বাংলাদেশের পরিকল্পনা কী, এসব ব্যাপার নিয়েও হচ্ছে আলোচনা। আজ মিরপুরে আফগানিস্তানকে হারানোর পর সাংবাদিকেরা এই প্রশ্ন করেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনকে। বোর্ডপ্রধান অবশ্য জানিয়েছেন, আর ৯ নম্বরে থাকতে চান না তাঁরা। টেস্টে ভালো করতে যা দরকার, সবই করতে চান তাঁরা।

সীমিত ওভারের ম্যাচে অনেক দিন ধরেই ভালো করছে বাংলাদেশ। টেস্টে এবার মনোযোগ দেওয়ার কথা উল্লেখ করে পাপন বললেন, ‘আমাদের সব সময় বেশি মনোযোগ ছিল ওয়ানডেতে। গত বছর নজর দিয়েছি টি-টোয়েন্টির দিকে। আগেও বলেছি, মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের টেস্ট দলটাও ভালো হবে। এখন টেস্ট দল ভালো হয়ে গেছে—এটা বোঝার কোনো উপায় নেই। আমাদের সাকিব-তামিম ছিল না, ওদেরও কয়েকজন খেলোয়াড় ছিল না।’

বাংলাদেশের পাইপলাইনে অনেক ক্রিকেটার আছেন। যাদের নিয়ে কাজ করছে বিসিবি। বোর্ড সভাপতি বলছেন, ‘আমাদের অনেক বিকল্প আছে। এখন পাইপলাইন নিয়ে কাজ করছি। প্রতিটা জিনিস দেখতে গিয়ে আমার যে বিশ্বাস, মনে হচ্ছে এক বছরের মধ্যে আমাদের টেস্ট দলও ভালো হবে। তবে অবশ্যই ৯ নম্বরে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না।’

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী