হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের নেতৃত্বে লাথাম, সহকারী কোচ সাকলাইন 

দুই মাসের মধ্যেই দায়িত্ব বদলে গেল সাকলাইন মুশতাকের। দায়িত্বের সঙ্গে পাল্টে গেছে দলও। পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব শেষে এখন নিউজিল্যান্ডের সহকারী কোচ। কদিন পর নিজ দেশের বিপক্ষ দলের ডাগআউটে বসতে হবে পাকিস্তানের সাবেক এই স্পিনারকে। পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম। 

পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, টিম সাউদি, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, লকি ফার্গুসনের মতো তারকা ক্রিকেটাররা না থাকায় কিউইদের এই দলে একঝাঁক তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বেন লিস্টার ও কোল ম্যাককোঞ্চি। এ ছাড়া রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, চ্যাড বোজের মতো তরুণ ক্রিকেটাররাও আছেন এই দলে। 

পাকিস্তান সফরে পাঁচটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। লাহোরে ১৪ এপ্রিল শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫, ১৭, ২০ ও ২৪ এপ্রিল হবে সিরিজের বাকি চার টি-টোয়েন্টি। এরপর ২৬ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে প্রথম ওয়ানডে। ৩০ এপ্রিল, ৩, ৫ ও ৭ মে হবে বাকি চার ওয়ানডে। সিরিজের শেষ চার ওয়ানডে হবে করাচিতে। 

পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের ওয়ানডে দল: 
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চ্যাড বোজ, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককোঞ্চি, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি