হোম > খেলা > ক্রিকেট

মিরাজের জ্বর, চিন্তায় বাংলাদেশ কোচ

ক্রীড়া ডেস্ক    

মিরাজকে নিয়ে চিন্তায় সিমন্স। ছবি: এএফপি

গলে আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ দল। তার আগে সফরকারী দলে কিছুটা দুশ্চিন্তা মেহেদী হাসান মিরাজকে নিয়ে। বাংলাদেশের অলরাউন্ডার গল টেস্ট শুরুর মাত্র দুই দিন আগে জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। এতে করে দলের চূড়ান্ত একাদশ তৈরিতে কিছুটা সমস্যাও আছে সিমন্সের সামনে। মিরাজকে শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, এ ব্যাপারে এখনো অনিশ্চয়তা থাকছে।

জানা গেছে, মিরাজ অসুস্থ হয়ে গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। অনুশীলনের পর সাংবাদিকদের কোচ সিমন্স বলেন, ‘আজ সকালে সর্বশেষ খবরে জানা গেছে, গত কয়েক দিনে তার অবস্থা অনেকটা ভালো হয়েছে। আমরা সন্ধ্যার দিকে তার ওষুধ খাওয়ার পরের অবস্থা দেখব। আশা করছি, সে আগামীকাল অনুশীলনে অংশ নিতে পারবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’

ব্যাটিং-বোলিংয়ে সমান অবদান রাখা মিরাজ খেলতে না পারলে দলের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে স্পিন বিভাগে, যেখানে বাঁহাতি তাইজুল ইসলামের সঙ্গে তিনিই মূল ভরসা। সিমন্সও তাই চিন্তার কথাই বললেন, ‘হ্যাঁ, এটি অবশ্যই কিছুটা চিন্তার বিষয়। তবে একজনের দুর্ভাগ্য অন্যের সুযোগ। যদি সে খেলতে না পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে।’

সিমন্স জানান, একাদশ এখনও চূড়ান্ত করা হয়নি এবং কাল আবার পিচ পরিস্থিতি মূল্যায়ন করার পরই তারা দল নির্বাচন করবেন। গলের উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছে। বাংলাদেশ কোচ বলেন, ‘এখনো কম্বিনেশন কেমন হবে ঠিক করিনি। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারব। কাল উইকেট দেখে তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাবব। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো। কাল আবার দেখা বুঝতে পারব।’

বাংলাদেশ আগামী পরশু থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে, যা নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর বিষয়ে কোনো কথাই হয়নি: বিসিবি সভাপতি

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

ব্যাটে-বলে সিলেটকে জেতালেন ‘জামাই’ মঈন আলী

জাতীয় দলে খেলতে কী করতে হবে আলিসকে

টানা হারে নোয়াখালীর দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করলেন সৌম্য

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

দুই বছর পর বিপিএলে ফিরেই ওয়াসিমের ফিফটি, নোয়াখালীর ছয় হার

‘আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক’

বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় আছেন দুই বাংলাদেশি