হোম > খেলা > ক্রিকেট

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৮ হাজারি ক্লাবে তামিম

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৮ হাজারি ক্লাবে ঢুকলেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই কীর্তি গড়লেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৭ রানে অপরাজিত আছেন তামিম। আর বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১১৮। এ নিয়ে চতুর্থবার তামিম-লিটনের উদ্বোধনী জুটি ১০০ ছাড়াল।

আগে থেকেই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। আজ তাঁর সামনে সুযোগ ছিল দেশের প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করার। সুযোগটি দারুণভাবে কাজে লাগালেন এই ওপেনার।

বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত ৩২ জন ব্যাটার ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন। এর মধ্যে ১৪ জনের আছে ১০ হাজারের বেশি রান। এখন নিশ্চিতভাবেই তামিমের লক্ষ্য থাকবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা।

ওয়ানডেতে ওপেনারদের বিশ্বের নবম ব্যাটার হিসেবে ৮ হাজার রানের ক্লাবে ঢুকলেন তামিম। ওয়ানডেতে ৮ হাজার রান করা ওপেনারদের মধ্যে আছেন শচিন টেন্ডুলকার, সনাৎ জয়াসুরিয়া, ক্রিস গেইল, অ্যাডাম গিলক্রিস্ট, সৌরভ গাঙ্গুলি, ডেসমন্ড হেইন্স, সাঈদ আনোয়ার ও হাশিম আমলা। আর সবশেষ নামটি তামিম ইকবাল।

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপের সেরা একাদশ খুঁজছেন রশিদ