হোম > খেলা > ক্রিকেট

এভাবে ভারতের কাছে হারলেন সৌম্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালটা যেন হাত থেকে ফেলে দিল বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলকে ২১১ রানের মধ্যে বেঁধে রেখেও তারা অলআউট হয়ে গেছে ১৬০ রানে। সেমিফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার ৫১ রানে। 

ভারতের দেওয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও তানজিদ হাসান তামিম ভারতীয় বোলারদের ওপর চড়াও হন। ওপেনিং জুটিতে দুজন তুলে ফেলেন ৭০ রান। নাঈম ৩৮ রানে আউট হওয়ার পর বেশিক্ষণ টেকেননি তামিম। দলীয় ৯৪ রানে ব্যক্তিগত ৫১ রানে আউট হন তিনি। ১ উইকেটে ৯৪ থেকে ১৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’–৬৬ রানের মধ্যে ৯ উইকেট হারিয়েছেন সৌম্যরা। অবাক চোখে বাংলাদেশের দর্শকেরা দেখেছেন, সহজ ম্যাচটা এভাবেও হারা যায়!

এর আগে টস জিতে রান তাড়াকে শ্রেয় মনে করে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। বোলাররা নিজেদের কাজটা বেশ ভালোভাবেই শেষ করেন। ভারতকে ২১১ রানের মধ্যে বেঁধে ফেলেন রাকিবুল হাসান-সাইফরা। 

ইনিংস জুড়ে বাংলাদশের বোলিংয়ের সামনে রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন ভারতীয় ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেটও হারিয়েছে ভারতীয়রা। বোলারদের লড়াইয়ের জন্য যা একটু লড়াই করেছেন অধিনায়ক যশ ধুল। ভারতের ইনিংসে একমাত্র ফিফটিও তাঁর। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান এসেছে ধুলের ব্যাট থেকে। বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় এই ইনিংসটাই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। 

বাংলাদশের তিন স্পিনারই মূলত ভারতীয় ব্যাটিং লাইনআপকে ডানা মেলতে দেননি। অফ স্পিনার মেহেদী হাসান ১০ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। অধিনায়ক সাইফের শিকার ১০ ওভারে ২৯ রান দিয়ে এক উইকেট। ১০ ওভারে ৩৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল। বোলাররা দায়িত্ব ঠিকঠাক পালন করলেও পারেননি ব্যাটাররা।

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী