হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কায় মোস্তাফিজের দলের ‘বাংলাদেশি’ মালিক গ্রেপ্তার

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর সামনে রেখে গতকাল টুর্নামেন্টের নিলাম শেষ হয়েছে। তাতে দুর্দান্ত এক স্কোয়াডই সাজিয়েছে ডাম্বুলা থান্ডার্স। কিন্তু টুর্নামেন্টে শুরুর আগেই ধাক্কা খেল দলটি। 

ফিক্সিং সন্দেহ আজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে দলটির মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালিক গ্রেপ্তার হওয়ার পরেই ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিল করেছে এলপিএল কর্তৃপক্ষ। 

ডাম্বুলার হয়েই এলপিএলে খেলার কথা মোস্তাফিজুর রহমানের। আইকন খেলোয়াড় হিসেবে বাংলদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু ডাম্বুলার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মালিক গ্রেপ্তার হওয়ায় ২৯ বছর বয়সী পেসারের প্রথমবার এলপিএলে খেলতে যাওয়ার বিষয়টা এখন শঙ্কায় পড়ে গেল।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, কলম্বো থেকে বিমানে চড়ার সময় তামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর সঙ্গে এলপিএলের দুর্নীতির সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয়।

তামিমকে শ্রীলঙ্কার ক্রীড়া আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০১৯ সালে ফিক্সিং বিষয়ক বেশ কিছু অপরাধকে আইনের আওতায় নিয়েছে শ্রীলঙ্কা। ওই বছরের নভেম্বরে তিনটি অপরাধের প্রতিরোধের বিল সংসদে পাস করেছে দ্বীপরাষ্ট্রটি। 

আগামী ১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে মোস্তাফিজের সঙ্গে ডাম্বুলায় খেলার কথা ছিল ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ এবং শ্রীলঙ্কার দাসুন গুনাতিলাকা, অকিলা ধনঞ্জয়া ও দিলশান মাদুশঙ্কার মতো তারকাদের।

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া