হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তান যুদ্ধে বন্ধ হয়ে গেল আইপিএল

ক্রীড়া ডেস্ক    

স্থগিত আইপিএল। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের চলমান যুদ্ধের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন, আজ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় আইপিএলের গভর্নিং কাউন্সিল।

এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত আসা পর্যন্ত স্থগিত থাকবে আইপিএল। টুর্নামেন্টের বাকি সূচি ও ভেন্যু নতুন করে পর্যালোচনার পর ঘোষণা হবে। এখন পর্যন্ত চলতি মৌসুমে ৫৮টি ম্যাচ হয়েছে লিগ পর্বের। প্লে-অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ। কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালসহ ১৬ ম্যাচ বাকি।

ভারত-পাকিস্তানের চলমান সংকট, আক্রমণ-পাল্টা আক্রমণের কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে পুরোপুরি। দেশি-বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যু। বিসিসিআই জানিয়েছে, সব বিদেশি ক্রিকেটারকেই তাদের নিজ নিজ দেশের পাঠানোর ব্যবস্থা করা হবে। এরই মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট স্থগিতের ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই।

গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটাল ম্যাচের প্রথম ইনিংসের মাঝপথে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মাঠের তিনটি ফ্লাডলাইট। নিরাপত্তা শঙ্কায় এর মিনিট দশেক পরই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। সীমান্তবর্তী বেশ কটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ভারত, এর মধ্যে আছে ধর্মশালার একমাত্র বিমানবন্দরটিও। সে কারণে বিশেষ ট্রেন যোগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সরিয়ে নেওয়ার কথা জানান, বিসিসিআই সভাপতি রাজিব শুক্লা।

এই যুদ্ধ প্রভাব পড়েছে আরেক ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলেও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লিগ স্থগিত না করলেও আরব আমিরাতে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ