হোম > খেলা > ক্রিকেট

মাঠে নামার অপেক্ষায় মিরাজ-রোচরা, টস হতে দেরি

নিজস্ব প্রতিবেদক

চলছে মাঠ পরিদর্শন। ছবি: আতহার আলী খানের ফেসবুক পেজ থেকে

বাংলাদেশ সময় রাত ৯টায় জ্যামাইকার স্যাবাইনা পার্কে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে টানা বৃষ্টির কারণে মাঠ ও উইকেট এখনো ভেজা ও নরম থাকায় টসের সময় পেছানো হয়েছে। ফিল্ড আম্পায়াররা স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) মাঠ ও উইকেট পরিদর্শনের পর এই সিদ্ধান্ত নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জ্যামাইকায় গেল সপ্তাহজুড়ে বৃষ্টি ছিল। রোদ খুব একটা না থাকায় মাঠ ও উইকেট প্রস্তুত করতে সময় লেগেছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী, পাকিস্তানি আম্পায়ার আসিফ ইয়াকুব ও লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা সকালে মাঠ পরিদর্শনে আসেন। তবে তারা উইকেট ও আশপাশের অংশগুলো কিছুটা ভেজা এবং নরম দেখতে পান। এই পরিস্থিতি বিবেচনায় আম্পায়াররা স্বাগতিক ও সফরকারী দলের সঙ্গে আলোচনা করে মাঠের পরবর্তী পরিদর্শনের জন্য স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় রাত ১১টা) নির্ধারণ করেন।

এদিকে, অ্যান্টিগায় প্রথম টেস্টে ২০১ রানে হারা বাংলাদেশ দুই ম্যাচের সিরিজে ১-ব্যবধানে পিছিয়ে রয়েছে। জ্যামাইকা টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর শেষ সুযোগ।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড