হোম > খেলা > ক্রিকেট

নারীদের খেলতে না দিলে আফগানদের বিপক্ষে খেলবে না অস্ট্রেলিয়া

তালেবানরা ক্ষমতা দখলের পর মোহাম্মদ নবী-রশিদ খানদের ক্রিকেট উন্নয়নে ইতিবাচক আশ্বাস দিলেও শঙ্কায় দেশটির নারী ক্রিকেট। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আফগানিস্তানে নারী ক্রিকেট বন্ধ হলে নভেম্বরে রশিদদের বিপক্ষে টেস্টটি খেলবে না অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তালেবান সাংস্কৃতিক মন্ত্রী আহমেদউল্লাহ ওয়াসিক ইঙ্গিত করেছেন, বন্ধ হয়ে যেতে পারে আফগান নারী ক্রিকেট। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে নারীদের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হবে, কারণ নারীদের ক্রিকেট খেলাটা জরুরি নয়। খেলতে গিয়ে অনেক সময়ই তাদের শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত হয়ে যেতে পারে, ইসলামে যা বারণ করা হয়েছে। শুধু ক্রিকেট নয়, অন্য যে খেলাগুলোতে শরীর দেখা যায়, সব খেলায় ইসলামের দৃষ্টিকোণ থেকে নারীদের অনুমতি নেই।’

ওয়াসিকের এই কথাগুলো হিতে বিপরীত হতে পারে দেশটির সামগ্রিক ক্রিকেটের জন্য। এই সাক্ষাৎকারের জের ধরে ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নিয়েছে, আফগানিস্তানে নারী ক্রিকেট না চললে হোবার্টে ২৭ নভেম্বর যে টেস্ট হওয়ার কথা, সেটি তারা আয়োজন করবে না। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিশ্বজুড়েই নারী ক্রিকেটের উন্নয়ন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেট খেলা সবার জন্য এবং সব স্তরেই নারীদের ক্রিকেট খেলাকে আমার সমর্থন করি।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত