হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে হত্যার হুমকি

হত্যার হুমকি দেওয়া হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী তারকা গৌতম গম্ভীরকে। ভারতের সাবেক ওপেনার ও বর্তমান সাংসদ গম্ভীরকে এই হুমকি দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) কাশ্মীর শাখা। এই হুমকির পরিপ্রেক্ষিতে মামলা করেছেন গম্ভীর। ইতিমধ্যে গম্ভীরের বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। 

জানা গেছে, একটি ই-মেইল বার্তায় গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু গম্ভীরকেই নয়, তাঁর পরিবারের লোকজনকেও মেরে ফেলার কথা বলা হয়েছে সেই বার্তায়। 

গম্ভীরকে হুমকি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) শ্বেতা চৌহান জানিয়েছেন, গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসার সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি যে ই-মেইল থেকে হুমকি দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও হুমকি পেয়েছিলেন গম্ভীর। ২০১৯ সালে অজ্ঞাত এক ফোনকলে হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর। 

২০১৯ সালে বিজেপির হয়ে নির্বাচন করে পূর্ব দিল্লি থেকে সাংসদ নির্বাচিত হন গম্ভীর। এর আগে ২০১৮ সালে ১৫ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন তিনি। ভারতের ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন গম্ভীর। 

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা