হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের কাছে সিরিজ হাতছাড়া করার আক্ষেপ আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক    

শারজায় গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দুটি ম্যাচই জাকের আলী অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ভক্ত-সমর্থকদের হৃদ্‌যন্ত্রের চূড়ান্ত পরীক্ষা নিয়ে। তবে একটু এদিক-ওদিক হলে সিরিজটা জিততে পারত আফগানিস্তান।

সিরিজ খোয়ানোর পেছনে আফগানিস্তানের ক্রিকেটারদের দায়টাই বেশি। বোলিং ভালো হলেও রশিদ খানের নেতৃত্বাধীন আফগানদের ব্যাটিং-ফিল্ডিংটা আশানুরূপ হয়নি। গতকাল শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানে থেমে যায় রশিদের দল। ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান ইবরাহিম জাদরান করলেও তিনি খেলেছেন ৩৭ বল। টপ অর্ডারের অপর দুই ব্যাটার সেদিকউল্লাহ আতাল ও রহমানউল্লাহ গুরবাজ ব্যাটিং করেছেন ১২১.০৫ ও ১৩৬.৩৬ স্ট্রাইক রেটে। আজমতউল্লাহ ওমরজাইয়ের ক্যাচ পারভেজ হোসেন ইমন ড্রপ করলেও ১৭ বলে ১৯ রান করে অপরাজিত থেকেছেন তিনি (ওমরজাই)।

ব্যাটারদের বাজে পারফরম্যান্সের মধ্যে ইমপ্যাক্টফুল ইনিংস খেলেছেন মোহাম্মদ নবি। ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করে অপরাজিত থাকেন নবি। রশিদের মতে, রানের চাকা সচল রাখতে যা করা প্রয়োজন, সেটা করতে পারেননি সতীর্থরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, ‘উইকেট শুরুতে ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। কিন্তু যখন আপনি একবারে ষষ্ঠ গিয়ারে গিয়ে বড় শট খেলবেন, তখন আর চতুর্থ, পঞ্চম গিয়ারে ফেরা সম্ভব হয়নি। বড় শট খেললেও পরিস্থিতি বুঝে ভারসাম্য রেখে খেলাটা গুরুত্বপূর্ণ।’

শারজায় পরশু রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তিন ক্যাচ হাতছাড়া করেছিল আফগানিস্তান, যার মধ্যে পারভেজ হোসেন ইমনকে দুবার জীবন দিয়েছিলেন আফগান ফিল্ডাররা। গতকাল সেই তুলনায় ফিল্ডিং ভালো হয়েছে বলে মনে করেন রশিদ খান। তবে আফগান অধিনায়কের আক্ষেপ একটাই। সেটা হলো স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে পারছেন না তারা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে হারের পর রশিদ খান বলেন, ‘আজকে একটা ইতিবাচক ব্যাপার দেখা গেছে। সেটা আমাদের ফিল্ডিং। যা চেয়েছিলাম, সেটা আমরা করতে পেরেছি। কিন্তু রান তুলতে গিয়েই পিছিয়ে যাচ্ছি।’

অলরাউন্ড পারফরম্যান্সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শরীফুল ইসলাম। ৬ বলে ২ চারে ১১ রান করে অপরাজিত থাকেন তিনি। বোলিংয়ে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ১ উইকেট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এগিয়ে ২-০ ব্যবধানে। শারজায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।

আরও পড়ুন:

সাকিবের কথার সঙ্গে একমত তানজিদ তামিম

সেঞ্চুরিতে পাকিস্তানি ক্রিকেটারের রেকর্ডে ভাগ বসালেন ভারতের অমিত

হঠাৎ তিন ক্রিকেটারকে হারিয়ে বিপদে নিউজিল্যান্ড

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বাংলাদেশের দল ঘোষণা

রংপুরের জয়ে জমে উঠল শিরোপার লড়াই

বাংলাদেশের বিপক্ষে নতুন ভেন্যুতে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া

ভারতের পুরোনো ‘অপরাধে’র শাস্তি আজ দিল আইসিসি

ভারতীয় প্রতিষ্ঠানের কারণে আইসিসির ক্ষতি ৭৩০০ কোটি টাকা

বিপিএল ধারাভাষ্যে প্রথমবারের মতো ওয়াকার-গফ, আছেন রমিজও

ইচ্ছা করেই ত্রুটিপূর্ণ বোলিং করেছিলেন সাকিব