হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের মাঝপথে লঙ্কান ক্রিকেটারকে ১ কোটি টাকায় নিল এই ফ্র্যাঞ্চাইজি

ক্রীড়া ডেস্ক    

আইপিএলে দাসুন শানাকাকে নিয়েছে গুজরাট টাইটান্স। ছবি: ক্রিকইনফো

দাসুন শানাকাকে এক অর্থে সুযোগ করে দিয়েছেন গ্লেন ফিলিপস। কুঁচকির চোটে ২০২৫ আইপিএলই শেষ হয়ে যায় ফিলিপসের। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারের পরিবর্তে আইপিএলের মাঝপথে শানাকাকে নিয়েছে গুজরাট টাইটান্স।

শানাকাকে নেওয়ার কথা গত রাতে নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। লঙ্কান তারকা অলরাউন্ডারকে ৭৫ লাখ রুপিতে নিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৭ লাখ টাকা। আইপিএলে সর্বসাকল্যে তিন ম্যাচ খেলেছেন শানাকা। ২০২৩ সালে গুজরাটেই এই তিন ম্যাচ খেলেছিলেন তিনি। ৩ ম্যাচে করেছিলেন ২৬ রান। বোলিংয়ের সুযোগ অবশ্য তখন পাননি তিনি।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাজপাখির মতো তিনটি ক্যাচ ধরে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছিলেন ফিলিপস। কিউই এই ক্রিকেটার ব্যাটিং, বোলিংয়েও যথেষ্ট কার্যকরী। তবে এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ মেলেনি তাঁর। ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। তখনই কুঁচকির চোটে পড়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। পরবর্তীতে ১২ এপ্রিল জানা যায়, আইপিএলই শেষ হয়ে গেছে তাঁর।

গুজরাট টাইটান্স ফিলিপসের পাশাপাশি আরেক বিদেশি তারকা ক্রিকেটার কাগিসো রাবাদাকেও মিস করছে। ৩ এপ্রিল ব্যক্তিগত কাজে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন রাবাদা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কবে আইপিএল খেলতে ভারতে ফিরবেন, সে ব্যাপারে পরে আর কিছু জানা যায়নি। গুজরাটও তাঁর কোনো বদলি ক্রিকেটার নেয়নি।

২০২১ থেকে ২০২৩ পর্যন্ত আইপিএলে সব মিলিয়ে ফিলিপস খেলেছেন ৮ ম্যাচ। ৯.২৮ গড়ে করেছেন ৬৫ রান। স্ট্রাইকরেট ১১৮.১৮। ২০২৩-এর ২১ মে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবশেষ মাঠে নেমেছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে করেছিলেন কেবল ১ রান। ২০২৪ আইপিএলে হায়দরাবাদে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। অন্যদিকে শানাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইএল টি-টোয়েন্টি, আবুধাবি টি-টেন, লঙ্কা টি-টেন—বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল