হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কায় বন্ধ হচ্ছে আইপিএল সম্প্রচার

কিছুদিন ধরেই চরম অস্থিরতা চলছে শ্রীলঙ্কায়। ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে দেশটি। সেখানে চলছে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট। তাতে করে মহাবিপর্যয় নেমে এসেছে লঙ্কানদের অর্থনীতিতে। যে কোনো সময় দেশটির দেউলিয়াত্বের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এর প্রভাব পড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। দেশটিতে আইপিএল সম্প্রচার বন্ধ হচ্ছে। 

তীব্র সংকটের প্রভাব পড়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যমেও। কাগজের ব্যয়ভার বহন করতে পারছে না দেশটির সংবাদপত্র। আপাতত অনলাইনে প্রকাশিত হচ্ছে সংবাদ। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে কয়েকটি টেলিভিশনও। এতে কারে আইপিএলের ম্যাচ সম্প্রচার করা সম্ভব হচ্ছে না। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জানি নিউজ। 

শ্রীলঙ্কায় প্রতিদিন ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। তেল, খাদ্য পণ্য ও ঔষধ সংকটের কারণে রাজপথে নেমে এসেছেন সর্বস্তরের মানুষ। দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশের বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ করেছেন তারা। সেখানে ব্যাপক সহিংসতা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘাত হয়েছে। 

সাধারণ জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ক্রিকেটার উপুল থারাঙ্গা। আপাতত ঢাকায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে থারাঙ্গা জানান, দেশে থাকলে তিনিও আন্দোলনে শরিক হতেন।

শ্রীলঙ্কা সম্পর্কিত পড়ুন:

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি