হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের রানের পাহাড় তাড়া করছেন ইমাম-শফিক

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে চলছে রানবন্যা। দুটো দলই রান করছে সমান তালে। আজ দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ৪৭৬ রানে এগিয়ে আছে ঠিকই। তবে কোনো উইকেট পড়েনি পাকিস্তানের। দুই ওপেনার ইমাম-উল-হক ও  আব্দুল্লাহ শফিক অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। পাকিস্তানের দুই ওপেনারই আছেন সেঞ্চুরির দাঁড়প্রান্তে।

গতকাল ৭৫ ওভারে ৪ উইকেটে ৫০৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। আজকে ১৫১ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ১০১ ওভারে ৬৫৭ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। ইংলিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৫৩ রান করেছিলেন হ্যারি ব্রুক। ১১৬ বলে সাজানো এই ইনিংসে চার মেরেছেন ১৯টি এবং ছক্কা মেরেছেন ৫টি। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জাহিদ মাহমুদ। এই ৪ উইকেট নিয়ে ৩৩ ওভার বোলিং করে ২৩৫ রান খরচ করেছেন পাকিস্তানি এই লেগস্পিনার। 

রানের পাহাড় গড়ে পাকিস্তানকে চেপে ধরার জন্য ৬ বোলারকে কাজে লাগায় ইংল্যান্ড। তবে ইংলিশ বোলারদের হতাশই হতে হয়েছে। দুই পাকিস্তানি ওপেনার ইমাম ও শফিক সতর্ক ব্যাটিং করেছেন। ১৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন এই দুই ওপেনার। শফিক অপরাজিত আছেন ৮৯ রান করে এবং ৯০ রান করে ইমাম অপরাজিত আছেন।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও