হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের রানের পাহাড় তাড়া করছেন ইমাম-শফিক

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে চলছে রানবন্যা। দুটো দলই রান করছে সমান তালে। আজ দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ৪৭৬ রানে এগিয়ে আছে ঠিকই। তবে কোনো উইকেট পড়েনি পাকিস্তানের। দুই ওপেনার ইমাম-উল-হক ও  আব্দুল্লাহ শফিক অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। পাকিস্তানের দুই ওপেনারই আছেন সেঞ্চুরির দাঁড়প্রান্তে।

গতকাল ৭৫ ওভারে ৪ উইকেটে ৫০৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। আজকে ১৫১ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ১০১ ওভারে ৬৫৭ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। ইংলিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৫৩ রান করেছিলেন হ্যারি ব্রুক। ১১৬ বলে সাজানো এই ইনিংসে চার মেরেছেন ১৯টি এবং ছক্কা মেরেছেন ৫টি। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জাহিদ মাহমুদ। এই ৪ উইকেট নিয়ে ৩৩ ওভার বোলিং করে ২৩৫ রান খরচ করেছেন পাকিস্তানি এই লেগস্পিনার। 

রানের পাহাড় গড়ে পাকিস্তানকে চেপে ধরার জন্য ৬ বোলারকে কাজে লাগায় ইংল্যান্ড। তবে ইংলিশ বোলারদের হতাশই হতে হয়েছে। দুই পাকিস্তানি ওপেনার ইমাম ও শফিক সতর্ক ব্যাটিং করেছেন। ১৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন এই দুই ওপেনার। শফিক অপরাজিত আছেন ৮৯ রান করে এবং ৯০ রান করে ইমাম অপরাজিত আছেন।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ