হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যেসব রেকর্ড ভেঙে দিল ভারত বিশ্বকাপ

২০২৩ বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচ একপেশে হয়েছে ঠিকই। তবে রেকর্ডের বন্যা বয়ে গেছে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় রেকর্ডে সয়লাব হয়ে গেছে ভারতে আয়োজিত এবারের বিশ্বকাপ। রেকর্ডের পাশাপাশি অনেক আলোচিত ঘটনাও ঘটেছে ১৩ তম ওয়ানডে বিশ্বকাপে। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ২০২৩ বিশ্বকাপ। একই মাঠে গত পরশু শেষ হয়েছে ৪৫ দিন ব্যাপী টুর্নামেন্ট। সব মিলিয়ে ম্যাচ হয়েছে ৪৮ টি। যার মধ্যে রাউন্ড রবিন পদ্ধতিতে চলা ১০ দলের প্রথম পর্বে হয়েছে ৪৫ ম্যাচ। দেড় মাসের এই টুর্নামেন্টে মাঠে বসে খেলা দেখেছেন ১২ লাখ ৫০ হাজার ৩০৭ দর্শক। যা কোনো নির্দিষ্ট বিশ্বকাপে সর্বোচ্চ। যেখানে এবারের বিশ্বকাপে শুরুতে গ্যালারিতে দর্শক কম কেন, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তাতে পেছনে পড়ে গেছে ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপও। ৮ বছর আগে সেই বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা দেখেছেন ১০ লাখ ১৬ হাজার ৪২০ দর্শক। সেবার ম্যাচ হয়েছিল ৪৯ টি। 

শুধু বিশ্বকাপ ইতিহাসেই নয়, মাঠে বসে খেলা দেখা দর্শকদের সংখ্যায় যেকোনো আইসিসি ইভেন্টেই সর্বোচ্চ দর্শক এসেছেন ২০২৩ বিশ্বকাপে। গত পরশু ভারত-অষ্ট্রেলিয়া ফাইনালে ৯০ হাজারেরও বেশি দর্শক মাঠে বসে খেলা দেখেছেন। গ্যালারিতে বসে খেলা উপভোগ করা দর্শকদের সংখ্যায় ২০২৩,২০১৫ এর পর তিন নম্বরে রয়েছে ২০১৯ বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন ৭ লাখ ৫২ হাজার দর্শক। গত বিশ্বকাপও হয়েছে ২০২৩ বিশ্বকাপের আদলে। 

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানরেট উঠেছে ২০২৩ বিশ্বকাপেই। ভারতে আয়োজিত এবার রানবন্যার বিশ্বকাপে রানরেট ৫.৮৩। ২০২৩ বিশ্বকাপের পরেই রয়েছে ২০১৫ বিশ্বকাপ। ৮ বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপে রান উঠেছে ওভারপ্রতি ৫.৬৫ গতিতে। তিন নম্বরে থাকা ২০১৯ বিশ্বকাপে রানরেট ছিল ৫.৫৯।

ঢাকা কি রংপুরের প্লে অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক