হোম > খেলা > ক্রিকেট

আজ কী আছে জাকেরের ভাগ্যে

ক্রীড়া ডেস্ক    

এশিয়া কাপে এখনও জাকেরের ব্যাটে চেনা ঝড়ের দেখা মেলেনি। ছবি: ইএসপিএনক্রিকইনফো

বর্তমান সময়ে বাংলাদেশ দলের সবচেয়ে সেরা ফিনিশার মানা হয় জাকের আলী অনিককে। স্বাভাবিকভাবেই শেষদিকে তার ব্যাটে ঝড় দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। তবে চলমান এশিয়া কাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না জাকের।

গ্রুপ পর্বের ৩ ম্যাচের একটিতেও ব্যাটিংয়ে চাহিদা মেটাতে পারেননি জাকের। তাই সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁকে একাদশ রাখা হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। জাকের সবচেয়ে বেশি হতাশ করেছেন আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে সেদিন ১৩ বলে ১২ রান করেন জাকের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। ইনিংসের শেষদিকে নামা জাকের ব্যাট হাতে আগ্রাসী হতে পারলে বাংলাদেশের সংগ্রটা আরেকটু বড় হতে পারতো। কিন্তু বাঁচা মরার সে ম্যাচে ৯২.৩১ স্ট্রাইকরেটে ব্যাট করে বেশ হতাশাই উপহার দিয়েছেন জাকের। সব মিলিয়ে ৩ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৩ রান। বিপরীতে বল খেলেছেন ৪৮ টি।

আফগানিস্তানের বিপক্ষে সে ম্যাচে ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন নুরুল হাসান সোহান। পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। সে ম্যাচে ৪ বোলার নিয়ে খেলার কারণে বেশ ভালোই ভুগতে হয়েছে বাংলাদেশকে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে লিটনরা যে আর সে ভুল করবে না সেটা বলার অপেক্ষা রাখে না। বোলিং গভীরতা বাড়াতে একাদশে আসতে পারেন তানজিম হাসান সাকিব কিংবা শেখ মেহেদী হাসানের মধ্যে যেকোনো একজন। সেক্ষেত্রে জাকেরের বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তেমনটা হলে ফিনিশিংয়ে টিকে যাবেন সোহান।

এছাড়া বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে সুযোগ পেয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন সাইফ হাসান। তাই পারভেজ হোসেন ইমনের ফেরার সম্ভাবনা খুব একটা নেই। তিন, চার, পাঁচে আছেন যথাক্রমে লিটন, তাওহীদ হৃদয়, শামিম পাটোয়ারি। স্পিনার বিভাগে ছন্দে আছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেনরা। পেস বিভাগ সামলাবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামিম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান/ তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত