হোম > খেলা > ক্রিকেট

শচীন-সৌরভদের ছাড়িয়ে যেখানে শীর্ষে ওয়ার্নার 

আইসিসি ইভেন্ট এলেই দেখা যায় অন্য এক ডেভিড ওয়ার্নারকে। গড়তে থাকেন একের পর এক রেকর্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ওয়ার্নার করেছেন অন্যতম এক রেকর্ড। অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ছাড়িয়ে গেছেন অনেক কিংবদন্তি তারকা ক্রিকেটারকে। 

চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আজ বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে ১৮ ইনিংস খেলে ওয়ার্নারের রান ছিল ৯৯২ রান। ইনিংসের দ্বিতীয় বলে জসপ্রীত বুমরাকে পয়েন্টে ঠেলে সিঙ্গেল নিয়েছেন ওয়ার্নার। এরপর অষ্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারেন। আর সপ্তম ওভারের দ্বিতীয় বলে হার্দিক পান্ডিয়াকে চার মেরে ওয়ার্নার নাম লেখান রেকর্ডের পাতায়। ১৯ ইনিংসে ১০০০ রান করে ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার এই ওপেনার। এর আগে এই রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার ও এবি ডি ভিলিয়ার্স। শচীন-ডি ভিলিয়ার্স দুজনেরই লেগেছে ২০ ইনিংস। ভিভ রিচার্ডস ও সৌরভ গাঙ্গুলি দুই ব্যাটারের এক হাজার রান করতে লেগেছে ২১ ইনিংস। 

ভারতের বিপক্ষে আজ ৫২ বলে ৪১ রান করেছেন ওয়ার্নার। ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের ১৯ ইনিংস শেষে রান ১০৩৩। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১৭ নম্বরে আছেন তিনি। ২২৭৮ রান করে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন। ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিশ্বকাপে করেছেন ৬ সেঞ্চুরি।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড