হোম > খেলা > ক্রিকেট

ধোনির বিরুদ্ধে মানহানির মামলা

আইপিএলের নতুন সংস্করণকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু টুর্নামেন্টে খেলতে নামার আগে আইনি ঝামেলা থেকে নিজেকে মুক্ত করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে। 

গতকাল ধোনির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মামলাটি করেছেন তাঁর সাবেক ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকর ও সৌম্যা দাস দম্পতি। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি সংস্থার কর্ণধার এই দম্পতি। দিল্লি হাইকোর্টে আগামীকাল বিচারপতি প্রতিভা এম সিংহ মামলাটির শুনানি করবেন। 

পিটিআই জানিয়েছে, ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট মামলা করেছেন দিবাকর। ভারতের সাবেক অধিনায়কের অভিযোগ ভিত্তিহীন এবং অবমাননা কর বলে এই মামলা করেছেন ভারতের হয়ে ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার। এই মানহানির জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন এই দম্পতি। সঙ্গে বিষয়টি যেন সামাজিক মাধ্যমে আলোচনা ও সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয় সেই নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছেন তাঁরা। 

দিবাকর-সৌম্যা দম্পতির বিরুদ্ধে কিছুদিন আগে অবশ্য মামলা করেছেন ধোনি। ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনে মামলাটি করেছিলেন ভারতকে টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ধোনির অভিযোগ ছিল, চুক্তির শর্ত লঙ্ঘন করেছে দিবাকরের সংস্থা অর্ক স্পোর্টস। 

এর জেরে পরে চুক্তি ভেঙে দেন ধোনি। কিন্তু পরে বকেয়া ১৫ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি নাকি দিবাকরের সংস্থা। প্রথমে সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটমাট করার চেষ্টা হলেও তা সাফল্যে মুখ দেখেনি। এ কারণেই পরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধোনি। ২০১৭ সালে দিবাকরের ক্রিকেট একাডেমির সঙ্গে চুক্তি করেছিলেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার। এরও আগে থেকে তাঁদের মধ্যে বন্ধুত্ব ছিল। ধোনির সঙ্গে রঞ্জি ট্রফিতেও খেলেছেন দিবাকর।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে