হোম > খেলা > ক্রিকেট

৯ বছর পর আরাফাত সানির বোলিং নিয়ে ফের সন্দেহ

আজকের পত্রিকা ডেস্ক­

৯ বছর পর আবার সানির বোলিং নিয়ে সন্দেহ। ছবি: ফাইল ছবি

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আরাফাত সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে অ্যাকশন বদলে ফিরে আসেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ৯ বছর পর আবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়েছে।

মিরপুরে গতকাল প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ শেষে জানা যায় সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা। তবে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান জানিয়েছেন, সন্দেহ প্রকাশ করা হয়েছে প্লে-অফের আগেই। আজকের পত্রিকাকে আজ রকিবুল বলেন, ‘লিগ পর্বের শেষ ম্যাচে (চিটাগং কিংস-ফরচুন বরিশাল) সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়। আগামী সাত দিনের মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় ফেল করলে ফের তার বোলিং নিষিদ্ধ হবে। তবে আপাতত সানির বোলিং করতে কোনো বাধা নেই।’

ফরচুন বরিশালের কাছে গত রাতে ৯ উইকেটে হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে চিটাগং কিংস। মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। যেহেতু সানির আপাতত বোলিং করতে কোনো সমস্যা নেই, তাতে চিটাগং হাঁপ ছেড়েই বেঁচেছে। এবারের বিপিএলে ৯ ম্যাচে ৮.৩০ ইকোনমিতে ১০ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন তিনি।

সানির আগে এবারের বিপিএলে চিটাগংয়ের আলিস আল ইসলামের বোলিং নিয়েও সন্দেহ করা হয়েছিল। প্রশ্ন উঠেছিল তাঁর অফ স্পিনের ক্রস সিম ডেলিভারি নিয়ে। আলিস এরপর বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দিয়ে পাস করেছেন। সানির মতো আলিসও চিটাগংয়ের বোলিং আক্রমণে বেশ কার্যকরী।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে