হোম > খেলা > ক্রিকেট

বিগ ব্যাশে ছাদে লাগলেই ছক্কা

ছাদে লাগলেই ছক্কা—‘পাড়ার ক্রিকেটের’ মতোই ঘটনা দেখা গেল বিগ ব্যাশে। গতকাল মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে মেলবোর্ন রেনেগেডস-মেলবোর্ন ম্যাচে এমন ঘটনা ঘটেছে দুবার। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে।

ডকল্যান্ডসে ‘মেলবোর্ন ডার্বিতে’ প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬২ রান করে রেনেগেডস। ১৬৩ রান তাড়া করতে নামা স্টার্সের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। ওভারের শেষ বলে উইল সাদারল্যান্ডকে তুলে মেরেছিলেন জো ক্লার্ক। বল সোজা ছাদ বরাবর আঘাত করে এবং আম্পায়ার ছক্কা ঘোষণা দেন। দ্বিতীয় ঘটনা ঘটে ইনিংসের ১৬তম ওভারে। ওভারের প্রথম বলে টম রজার্সকে শট করতে গিয়েছিলেন বিউ ওয়েবস্টার। এবারও বল ছাদে আঘাত করলে ছক্কা দেওয়া হয়। বিগ ব্যাশের নতুন আইন মেনেই ছক্কা দেওয়া হয়েছে। ১৯.৭.১ আইন অনুসারে,  ‘বল ছাদের কোথাও আঘাত করলে তা ছক্কা ঘোষণা করা হবে।’

বিগ ব্যাশের এই জোড়া ছক্কা নিয়ে মজাদার টুইট করছেন নেটিজেনরা। স্টার্ক নামের একজন টু্ইট করেছেন,‘বিগ ব্যাশ আমাকে ছোটবেলার স্কুল ক্রিকেটের স্মৃতি করিয়ে দিচ্ছে। ছাদে লাগলে কীভাবে ছক্কা দেওয়া হয়। সবচেয়ে বাজে অবস্থা। আর সীমানার বাইরে ক্যাচ ধরলে তা আউট দেওয়া হয়।’ ছাদে লেগে ছক্কা হওয়ার নিয়ম বাতিলের দাবি তুলেছেন আকিল হোসেইন। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি স্পিনার বলেন, ‘ছাদের নিয়ম বাতিল করে দেওয়া উচিত। আকাশে উঠলেই সেটা ছক্কা হতে পারে না।’

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি