হোম > খেলা > ক্রিকেট

লেগ স্পিনার বিপ্লবকে কেন অনুশীলন করতে দেননি কিউরেটর গামিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমিনুল ইসলাম বিপ্লবকে অনুশীলন করতে দেননি গামিনি ডি সিলভা। ছবি: সংগৃহীত

বিসিবির মাঠে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ না পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে অসন্তোষ। বিসিবির মাঠকর্মীদের আচরণ ও অনুশীলনে বাধা দেওয়ার অভিযোগ শোনা যায় প্রায়ই। কখনো অনুমতি ছাড়াই অনুশীলন থামিয়ে দেওয়া, কখনোবা আগে থেকেই অনুশীলন করতে আসা ক্রিকেটারদের ফেরত পাঠানো হয়।

আজ সকালে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল গাজী গ্রুপ ক্রিকেটার্সের অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছেন। তাঁর দল অনুশীলনের প্রস্তুতি নিলেও ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিতে আসা বিপ্লবকে অনুশীলন করতে দেওয়া হয়নি। একইভাবে অনুশীলনে বাধা পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার আরাফাত সানি জুনিয়রও। বিসিবির মাঠকর্মীরা মৌখিকভাবে অনুশীলনে আপত্তি জানান। বিষয়টি এরপর জানানো হয় বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভাকে। তাঁর (গামিনি) অনুমতি ছাড়া বিপ্লব-সানিকে অনুশীলন করতে দেওয়া হয়নি।

ঘটনার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন বিপ্লব। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ২৫ বছর বয়সী বাংলাদেশি লেগ স্পিনার লেখেন, ‘দুঃখিত, নির্ধারিত সময়ের অনুশীলনের আগে বাড়তি অনুশীলন করলে উইকেটের ঘাস নষ্ট হয়ে যাবে।’

বিসিবি সূত্র বলছে, একাডেমি মাঠে অনুশীলনের জন্য নির্দিষ্ট সময়সূচি থাকে। আজ ছয়টি দলের অনুশীলনের সূচি আছে ওই মাঠে। এই সূচিতে যাতে কারও জন্য সাংঘর্ষিক না হয়, সে কারণেই অতিরিক্ত বা নির্ধারিত সময়ের আগে কাউকে অনুশীলনের সুবিধা দিতে চাননি কিউরেটর গামিনি।

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী