মিরপুর টেস্টে ফলোঅন এড়াতে ৩ উইকেট হাতে নিয়ে ২৫ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু পঞ্চম দিন সকালে ১১ রান যোগ করতেই গুটিয়ে গেল মুমিনুল হকের দল। আড়াই দিন বৃষ্টির পেটে যাওয়া এই টেস্ট এখন ইনিংস ব্যবধানে হারের হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
সকালে দ্বিতীয় ওভারে কোনো রান যোগ না করতেই ফিরে যান তাইজুল। সাজিদ খানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। পরের ওভারে খালেদ আহমেদের অসহায় আত্মসমর্পণ। শাহিন আফ্রিদির বলে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে যান বাংলাদেশি এই পেসার। দুই ওভার পর সাকিবকে ফেরান সেই সাজিদ। ৮৭ রানে বাংলাদেশকে অলআউট করতে সাজিদের শিকার ৮ উইকেট।
এর আগে গতকাল চতুর্থ দিনেই ফলোঅনের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০০ রানের জবাবে ৭৬ রান তুলতেই ৭ উইকেট হারায় স্বাগতিকেরা। পাকিস্তানি স্পিনার সাজিদের সামনে যেন কোনো উত্তরই ছিল না বাংলাদেশের ব্যাটারদের। একটি রানআউট বাদে বাকি ৬ উইকেটই নিয়েছিলেন তিনি।