হোম > খেলা > ক্রিকেট

নানাবাড়িতে ঈদের ছুটিতে মজা করছেন শরীফুল

ক্রীড়া ডেস্ক    

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আট রাউন্ডের খেলা শেষ হয়েছে। নবম রাউন্ড শুরু হচ্ছে ঈদের পর। ক্রিকেটাররা এখন কাটাচ্ছেন ঈদের ছুটি। শরীফুল ইসলাম ছুটি কাটাতে গেছেন নানা বাড়ি।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল আজ ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি পুকুরে নেমেছেন ও মাছ ধরতে জাল ফেলেছেন। ভিডিওর ক্যাপশনে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘নানার বাড়ির আনন্দ।’ বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৯ মিনিটে এই ভিডিও পোস্ট করার তিন ঘণ্টায় প্রতিক্রিয়া ৫০ হাজার ছাড়িয়ে গেছে। লাভ, কেয়ার প্রতিক্রিয়াই সেখানে বেশি। ৯০০-এর বেশি মন্তব্য এসেছে। অনেকেই সেখানে নানা বাড়িতে শৈশবের স্মৃতি রোমন্থন করেছেন। শেয়ারও হয়েছে বেশি।

এবারের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন শরীফুল। ৭ ম্যাচে ৪.৬৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে গত ৪ মার্চ দুর্দান্ত বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। ১০ ওভারে ১৪ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তিন ওভার মেডেন দিয়েছিলেন। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ এখন পয়েন্ট টেবিলের ছয়ে। ৬ এপ্রিল আবাহনী লিমিটেড-শাইনপুকুর ক্রিকেট ক্লাব ম্যাচ দিয়ে শুরু ডিপিএলের নবম রাউন্ড। শরীফুলের দল ৭ এপ্রিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।

ডিপিএলের আগে বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। ইকোনমি ৯.০৬। টুর্নামেন্টের শুরুর দিকে এলোমেলো বোলিংয়ের কারণেই মূলত এমন বেশি ইকোনমি দেখাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সঠিক লাইন-লেংথ বজায় রেখে বোলিং করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট নিয়েছিলেন। ৭ ফেব্রুয়ারি রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল