হোম > খেলা > ক্রিকেট

ইয়ানসেনের কীর্তিতে ডারবানে কুপোকাত লঙ্কানরা

ইয়ানসেনের উইকেট উদ্‌যাপন। ছবি: এএফপি

৫১৬ রানের টার্গেট। এত বিশাল রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড নেই কারও। দক্ষিণ আফ্রিকা রানের যে পাহাড় গড়েছিল, তাতে পিষ্ট হয়েছে শ্রীলঙ্কা। ডারবানে ২৩৩ রানে হেরেছে সফরকারী দল। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

গতকালই জয়ের সুবাস পেতে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরা তৃতীয় দিন পার করে ৫ উইকেটে ১০৩ রানে। জয়ের জন্য বাকি দুই দিনে ৫ উইকেট নিয়ে সফরকারীদের করতে হতো আরও ৪১৩ রান। তবে অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারেনি তারা। আজ সিরিজের প্রথম চতুর্থ দিনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস থেমেছে ২৮২ রানে।

৬ উইকেটে ২২০ রানে মধ্যাহ্নভোজে গিয়েছিল লঙ্কানরা। ফিরেই তারা বাকি ৪ উইকেট হারায়। টেস্টে এটিই শ্রীলঙ্কার বিপক্ষে রান ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ জয় দক্ষিণ আফ্রিকার। আগেরটি ছিল ২৮২ রানের, কেপটাউনে ২০১৭ সালে।

দিনেশ চান্দিমাল ২৯ রান ও ধনাঞ্জয়া ডি সিলভা ০ রান নিয়ে দিন শুরু করেছিলেন। ষষ্ঠ উইকেটে তাঁদের ৯৫ রানের জুটিতে প্রথম সেশনে দারুণ লড়াই করেছে লঙ্কানরা। দুজনই পেয়েছেন ফিফটি। সেই জুটি ভাঙেন কেশব মহারাজ। ৫৯ রানে ফেরেন ধনাঞ্জয়া। এরপর চান্দিমাল ৭৫ রানের জুটি গড়েন কুশল মেন্ডিসের সঙ্গে। সেই জুটি ভাঙতেই ধসে পড়ে শ্রীলঙ্কার প্রতিরোধ।

ধৈর্যশীল ব্যাটিংয়ে শতকের আশা জাগালেও ১৭৪ বলে ৮২ রান করে ফেরেন চান্দিমাল। ২ রানের জন্য ফিফটি হয়নি মেন্ডিসের। চতুর্থ ইনিংসে প্রোটিয়াদের হয়ে ৪ উইকেট নিয়েছেন ম্যাচসেরা মার্কো ইয়ানসেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট। তাতেই গড়েছেন রেকর্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম বাঁহাতি পেসার হিসেবে এক টেস্টে ১০ উইকেট বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ইয়ানসেন। দুই ইনিংস মিলিয়ে তিনি ৮৬ রান দিয়ে নিয়েছেন ১১ উইকেট। এটিই ডারবানে দ্বিতীয় সেরা বোলিং। লঙ্কানদের বিপক্ষেও দ্বিতীয় সেরা।

ডারবান টেস্ট সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ১৯১ ও ৩৬৬/৫ (ডি.)

শ্রীলঙ্কা: ৪২ ও ২৮২

ফল: দক্ষিণ আফ্রিকা ২৩৩ রানে জয়ী।

ম্যাচসেরা: মার্কো ইয়ানসেন।

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড