হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহকে মুশফিকের অভিনন্দন, কিন্তু কেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম আফ্রো টি-১০ লিগ খেলতে মুশফিকুর রহিম আছেন জিম্বাবুয়েতে। দেশে তাঁর সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে চলছে জোর আলোচনা। কারণও স্পষ্ট, এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে বিসিবি যে কন্ডিশনিং করবে, সেই ক্যাম্পের দলে মাহমুদউল্লাহকে রাখা হবে কি না। এর সঙ্গে এই অলরাউন্ডার শেষ পর্যন্ত এশিয়া কাপ ও বিশ্বকাপের মূল দলে সুযোগ পাবেন কি না, এসব নিয়েই আলোচনা চলছে।

এই আলোচনার ভিড়ে আজ সন্ধ্যায় হঠাৎই মাহমুদউল্লাহকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মুশফিক। বাংলাদেশ থেকে এই মুহূর্তে হাজার হাজার মাইল দূরে থাকলেও মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিনটি ভোলেননি মুশফিক। ২০০৭ সালের ২৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর।

সে হিসেবে আজ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার পদার্পণ করেছেন ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ। বয়সের ভারে অনেক কিছুই এখন তাঁর বিপক্ষে। সর্বশেষ বাংলাদেশের হয়ে এই বছরের মার্চে খেলেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে সতীর্থ হিসেবে পেয়েছেন মুশফিককে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৬ বছর পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহকে উদ্দেশ্য করে মুশফিক লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্তিতে অভিনন্দন রিয়াদ ভাই। আপনার সমস্ত অর্জনে খুব গর্বিত এবং আমি প্রার্থনা করি সামনে আরও অনেক কিছু আছে ইনশা আল্লাহ!’ দুজনের একটি ছবি পোস্ট করেই মূলত ক্যাপশনে এটি লিখেছেন মুশফিক।

অসংখ্য ভক্ত মাহমুদউল্লাহকে মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ওয়েলকাম ব্যাক মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবেন কি না, সে ব্যাপারটি স্পষ্ট নন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। কদিন আগে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজের দলে যেহেতু ছিলেন না মাহমুদউল্লাহ। সে হিসেবে একটা অনিশ্চয়তার ব্যাপার থেকেই যায়।

 ১৬ বছরে ক্যারিয়ারে ৫০ টেস্টের ৯৪ ইনিংসে ২৯১৪,২১৮ ওয়ানডের ১৯০ ইনিংসে ৫৯৫০ ও ১২১ টি-টোয়েন্টির ১১৩ ইনিংসে ২১২২ রান করেছেন মাহমুদউল্লাহ।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন