হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের ফাইনাল হচ্ছে না কলকাতায়, নতুন ভেন্যু কোথায়

ক্রীড়া ডেস্ক    

আইপিএলের ফাইনাল হচ্ছে না কলকাতায়, নতুন ভেন্যু আহমেদাবাদ। ছবি: এএফপি

ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এক সপ্তাহ স্থগিত করা হয়েছিল আইপিএল। তারপর নতুন ভেন্যু ও সূচিতে শুরু হলো লিগ পর্বের বাকি ম্যাচগুলো। তবে প্লে-অফ ও ফাইনালের ভেন্যুতে বদল আসবে ইঙ্গিত দিলেও নির্ধারণ করা হয়নি তখন। অবশেষে আজ প্লে-অফ ও ফাইনালের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নতুন সূচি অনুযায়ী, ২৯ মে মুল্যানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার। একই মাঠে পরদিন হবে এলিমিনেটর ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ জুন হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আগামী ৩ জুন আহমেদাবাদের এ মাঠেই হবে প্রতিযোগিতার ফাইনাল।

আগের সূচিতে হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা ছিল প্লে-অফের ম্যাচগুলো। ইডেন গার্ডেন্সে ২৫ মে হওয়ার কথা ছিল ফাইনাল। পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর পর বদলে যায় পরিকল্পনা। লিগ পর্বের শেষ ম্যাচের ভেন্যুও বদলে গেছে। আগামী ২৭ মে বেঙ্গালুরুতে ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। একই দিনে ম্যাচটি হবে এখন লক্ষ্ণৌ।

এরই মধ্যে চলতি আইপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে বিরাট কোহলির বেঙ্গালুরু, গুজরাট টাইটানস ও পাঞ্জাব কিংস। শেষ চারের বাকি একটি জায়গার লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানস।

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার