হোম > খেলা > ক্রিকেট

ঢাকা লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আবাহনী-প্রাইম ব্যাংক

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা লিগের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে আবাহনী। ছবি: ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা একে একে যোগ দিচ্ছেন অনুশীলনে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গতকাল প্রথমবারের মতো অনুশীলনে এসেছেন তামিম ইকবাল। লিজেন্ডস অব রূপগঞ্জ, গাজী টাইগার্স, মোহামেডান, ব্রাদার্স, আবাহনী ও প্রাইম ব্যাংকসহ প্রায় সব দলই প্রস্তুতি নিচ্ছে জোরেশোরে। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় অনুশীলন চালিয়ে যাচ্ছে ডিপিএলের দলগুলো।

ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ৩ মার্চ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তার আগে ১ মার্চ হবে ট্রফি উন্মোচন। এবারের আসরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৮ ম্যাচ হবে বলে জানিয়েছে টুর্নামেন্ট আয়োজক সংস্থা, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)।

লিগের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) বেশ কিছু নতুন নির্দেশনা দিয়েছে। বিশেষ করে, ক্রিকেটারদের ড্রেসিংরুমে অতিরিক্ত ব্যক্তির যাওয়া সীমিত রাখার ব্যবস্থা নেওয়া হবে। এবারের ডিপিএল সরাসরি সম্প্রচার করা হবে। একারণেই আয়োজনকে যতটা সম্ভব পেশাদার ও পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা করছে সিসিডিএম। এবার ম্যাচ আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে—মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, বিকেএসপি-৩ ও বিকেএসপি-৪। রিজার্ভ ভেন্যু হিসেবে থাকছে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি) ও বসুন্ধরা ক্রিকেট মাঠ।

বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ