হোম > খেলা > ক্রিকেট

ট্রাফিক সামলানো শিক্ষার্থীদের খাওয়াল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক মাসেরও বেশি সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশে সরকার পতন হয়েছে সোমবার। এখনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়নি। এমন পরিস্থিতিতে তরুণ সমাজ নিজেদের কাঁধেই তুলে নিয়েছে দেশের দায়িত্ব। তাঁদের জন্য অভিনব এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকাসহ দেশের অধিকাংশ থানার পুলিশরা কর্মবিরতিতে আছেন। কর্মবিরতিতে থাকা পুলিশদের মধ্যে আছেন ট্রাফিক পুলিশও। তবে ট্রাফিক পুলিশ না থাকলেও দেশের সড়ক ব্যবস্থা দারুণভাবে পরিচালিত হচ্ছে তরুণদের দ্বারাই। ঢাকার প্রধান সড়ক, অলিগলিতে দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীরা যান চলাচল সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করছেন। তাঁদের জন্য পথচারীদের অনেকে খাবারের ব্যবস্থা করছেন। বিসিবিও তরুণদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কাছে আজ দেখা গেছে, বিসিবির কর্মচারীরা পিকআপভর্তি কেএফসির ২৫০ প্যাকেট খাবার নিয়ে যাচ্ছেন। স্টেডিয়ামের আশেপাশে ছাত্রছাত্রীদের হাতে সেই খাবার তুলে দিয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পুলিশ না থাকলেও সেনাবাহিনী তত্ত্বাবধান করছে দেশের প্রশাসন ব্যবস্থা। সেনাটহলে গতকাল মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ‘এ’ দল। ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। মুশফিক-মুমিনুলের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জাকির হাসানসহ টেস্টের আরও অনেকেই ছিলেন।

বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট। ১৩ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড