দ্বিতীয় টেস্টেও ওয়ারিকান ছিলেন উজ্জ্বল। ৯ উইকেটের পাশাপাশি দলের বিপর্যয়ে খেলেছেন ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, দ্বিতীয় ইনিংসে করেন ১৮ রান। ১২০ রানে জিতে সিরিজ হার এড়ায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সফরে ৩৪ বছরেরও বেশি সময় পর টেস্ট জয়ের স্বাদ পায় তারা। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা পুরস্কারের সঙ্গে সিরিজসেরাও হয়েছেন ওয়ারিকান।
সেরার লড়াইয়ে ওয়ারিকান হারিয়েছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ও পাকিস্তানের নোমান আলিকে। নোমানও ওই সিরিজে অসাধারণ বোলিং করেছিলেন। মেয়েদের ক্রিকেটে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। মুনি পেছনে ফেলছেন ওয়েস্ট ইন্ডিজের কারিশমা রামহারাক ও ভারতের গঙ্গাদি তৃষ্ণাকে।
অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার বেথ মুনি মাস সেরার পুরস্কার জেতেন ইংল্যান্ডের বিপক্ষে আলো ছড়িয়ে। অ্যাশেজে ওয়ানডে সিরিজে একটি ফিফটি করেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪৬.৮৯ স্ট্রাইকরেটে করেন ২১৩ রান। সিডনিতে ৪৪ বলে ৭৫ রান, এবং অ্যাডিলেডে ৬৩ বলে করেন অপরাজিত ৯৪। অসাধারণ পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেও জায়গা করেছেন তিনি।