হোম > খেলা > ক্রিকেট

ছয় মাস পর প্রধান কোচের দেখা পেল জিম্বাবুয়ে

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠতে না পারায় জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন ডেভ হটন। হটন পদত্যাগ করেন গত বছরের ডিসেম্বরে। অবশেষে ছয় মাস পর জিম্বাবুয়ের প্রধান কোচের শূন্যস্থান পূরণ করেছেন জাস্টিন স্যামনস। আফ্রিকার দলটির সহকারী কোচ হয়েছেন ডিওন ইব্রাহিম। 

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) গতকাল এক বিবৃতিতে স্যামনসের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার কথা নিশ্চিত করেছে। জেডসি চেয়ারম্যান তাবেঙ্গা মুকুলানি এক বিবৃতিতে বলেন, ‘জাস্টিনকে জিম্বাবুয়ে ছেলেদের জাতীয় দলের কোচ নির্বাচন করতে পেরে খুবই খুশি। তাঁর কোচিংয়ে দারুণ অভিজ্ঞতা রয়েছে এবং দক্ষিণ আফ্রিকায় তরুণ ক্রিকেটার বেছে তাদের গড়ে তুলতে দারুণ খ্যাতি রয়েছে। তার কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগের মূল্য আমরা দেব।’ 

জিম্বাবুয়ের কোচ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা দলে কাজ করার দারুণ অভিজ্ঞতা রয়েছে স্যামনসের। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) হাইপারফরম্যান্স ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার কয়েকটি ঘরোয়া দলের সঙ্গেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। জিম্বাবুয়ে দলে নিয়োগ পাওয়া স্যামন্সের কাছে বিশেষ কিছু। স্যামন্স বলেন, ‘কাজ করতে আমি মুখিয়ে আছি। প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কাজ করতে রোমাঞ্চিত।’ 

স্যামনস এমন সময়ে নিয়োগ পেয়েছেন, যখন জিম্বাবুয়ে বৈশ্বিক টুর্নামেন্টে উঠতেই খাবি খাচ্ছে বারবার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি—সবশেষ চার বিশ্বকাপের মধ্যে মাত্র একবার ২০২২ বিশ্বকাপে খেলতে পেরেছে জিম্বাবুয়ে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠতে হলেও খেলতে হবে বাছাইপর্ব। সহ-আয়োজক থাকায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। 

সহকারী কোচ ইব্রাহিম আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ১১১ ম্যাচ। ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত খেলেছেন ২৯ টেস্ট ও ৮২ ওয়ানডে। ওয়ানডে ও টেস্টে করেছেন ১৪৪৩ ও ১২২৫ রান। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র সেঞ্চুরি এসেছে ২০০১ সালে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে। জেডসি এক বিবৃতিতে জানিয়েছে জিম্বাবুয়ের পরবর্তী স্টাফ নিয়োগ করা হবে স্যামনসের সঙ্গে আলোচনা করে।

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা