হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ দলে পাওয়ার হিটিং কোচের কাজ করবেন সিডন্স 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে গেছেন রাসেল ডমিঙ্গো-অ্যালান ডোনাল্ডরা। তবে দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। দেশে ফেরার পর তাঁর সঙ্গে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিডন্সের সঙ্গে একজন পাওয়ার হিটিং কোচ নিয়ে কথা বলেন তিনি।

যদিও সিডন্স নিজেই পাওয়ার হিটিং কোচের কাজ করবেন বলে জানিয়েছেন পাপনকে। মিরপুরে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের নিয়ে পাওয়ার হিটিংয়ের কাজ করছেন তিনি। আজ সাকিবদের প্র্যাকটিস দেখতে মাঠে আসেন পাপন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তো তখন জেমি বলল ওর নাকি এটাতে (পাওয়ার হিটিং) বিশেষত্ব আছে।’

অস্ট্রেলিয়া বিশ্বকাপ লক্ষ্য ধরে এগোচ্ছে বিসিবি। এ নিয়ে পাপন আরও বলেন, ‘এশিয়া কাপ নয়, আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। ওটা আরও চ্যালেঞ্জিং। কারণ, ওটা অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো জায়গায় তো আমরা এমনিতে স্ট্রাগল করি। সেই কথা মাথায় রেখে আমরা কাজ করছি। এই এশিয়া কাপে আমরা কিছু জিনিস পরিবর্তন করে দেখতে চাইছি, সব ঠিক আছে কি না। ওটার জন্য তো আর বেশি সময় নেই। হঠাৎ করে যে একজন কোচ এনে সব উন্নতি করে ফেলব, এটা ভাবা ঠিক হবে না।’

সিডন্সের সঙ্গে আলোচনা নিয়ে পাপন আরও বলেন, ‘আমাদের টি-টোয়েন্টির মানসিকতা সম্পূর্ণ বদলাতে হবে। এখানে পাওয়ার হিটিংয়ের গুরুত্ব সবচেয়ে বেশি। এখানে ১৩০-১৪০ করে ম্যাচ জেতা কঠিন। ১৮০-২০০ করতে হবে। এটা সব সময় মাথায় রাখতে হবে। এখন যে অবস্থায় আছে, সেখানে এমন কোনো লক্ষণ দেখছি না। সে জন্য এটাকে পরিবর্তন করা দরকার। কী করা যায় তা নিয়ে আলোচনা করছিলাম। তখন জেমি এসে বলল, সে নাকি এটাতে (পাওয়ার হিটিংয়ে) খুবই আগ্রহী।’

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল